Sunday, November 16, 2025

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংস্কৃতি ও সমতার অর্থনীতি রক্ষার প্রত্যয়ে যুবমৈত্রীর সম্মেলন 

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

“কর্ম সংস্থান অথবা বেকার ভাতার লড়াই শানিত কর, ন্যায় ও সমতার সমাজ গড়” – এই স্লোগান সামনে নিয়ে যুব মৈত্রীর সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ ১৫ই নভেম্বর (শনিবার)সকাল সাড়ে ১১টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব এ এস এম কামাল উদ্দিন।

উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে আলমগীর সিদিদ্দকী হলে এসে সম্মেলনের উদ্বোধনী সভা শুরু হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মঞ্জুল আলমের সভাপতিত্বে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সভাপতি এ এস এম কামাল উদ্দিন, যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি মাসুক শাহী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তসলিম উর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড ইসরারুল হক, বিবর্তন সংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ আলাউদ্দিন, বিপ্লবী যুব মৈত্রী কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আহাদ আলী মুন্না, বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলার সভাপতি সায়হাম বিশ্বাস অর্ক, বিপ্লবী যুব মৈত্রী কেশবপুর উপজেলার আহ্বায়ক শিমুল মণ্ডল, মনিরামপুর উপজেলার আহ্বায়ক রাজু আহমেদ প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন বিপ্লবী যুব মৈত্রী সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রায়হান বিশ্বাস।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের দেশে এক ক্রান্তিকাল চলছে, জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নে ব্যার্থ হয়েছে।স্বৈরাচার মুক্ত বৈষম্যহীন সমাজ, রাজনীতির পরিবর্তে সরকার বিদেশী প্রভুদের কাছে দেশের কর্তৃত্ব তুলে দিতে তৎপর। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে। স্বাধীনতা বিরোধীরা উগ্র ধর্মান্ধতার মাধ্যমে দেশের শিক্ষা সংস্কৃতিকে অন্ধকারে নিপতিত করার ষড়যন্ত্রে লিপ্ত। এ অবস্থায় দেশের যুবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের স্বাধিনতা স্বর্বভৌমত্ব, সংস্কৃতি ও সমতার অর্থনীতি রক্ষায় সুচিন্তিত ভাবে যুবকদের ভূমিকা গ্রহনে বিপ্লবী যুব মৈত্রীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এর পর দ্বিতীয় অধিবেশন বিপ্লবী যুব মৈত্রী সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মঞ্জুরুল আলমের সভাপতিত্বে বিকাল ৩ টার সময় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন বিপ্লবী যুব মৈত্রী সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রায়হান বিশ্বাস। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আহাদ আলী মুন্না কে সভাপতি , মঞ্জুরুল আলম কে সাধারণ সম্পাদক ও সুমন পোদ্দার কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়। কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিপ্লবী যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইন্দ্রজিত চট্টোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নড়াইলে লোহাগড়া সাইন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট এর আয়োজনে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : একটাই লক্ষ "হতে হবে দক্ষ" কারিগরি শিক্ষা গ্রহণ করি" নিজের জীবন নিজে গড়ি"...

নারী ও শিশু অধিকারের লক্ষে শ্রীপুরে মহিলা দলের নারী সমাবেশ

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ সমাজে নারী ও শিশু অধিকার প্রতিষ্ঠায়,বিএনপি'র নির্বাচনী অগ্রাধিকারে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । শনিবার দুপুরে মাগুরার শ্রীপুর...

সমাজ দেশ ও জাতির কল্যাণে কাজ করেন প্রকৃত সংবাদকর্মীরা এডিশনাল ডিআইজি শহিদ উল্লাহ্

রিপন,বগুড়া প্রতিনিধিঃ যারা প্রকৃত সংবাদকর্মী তারা সমাজ দেশ ও জাতির কল্যাণে কাজ করে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে।...

ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে পথ নিরাপত্তা ও সেরা পূজা উপহার প্রদান

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমামঃ আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে পথ...