Sunday, December 7, 2025

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংস্কৃতি ও সমতার অর্থনীতি রক্ষার প্রত্যয়ে যুবমৈত্রীর সম্মেলন 

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

“কর্ম সংস্থান অথবা বেকার ভাতার লড়াই শানিত কর, ন্যায় ও সমতার সমাজ গড়” – এই স্লোগান সামনে নিয়ে যুব মৈত্রীর সম্মেলন অনুষ্ঠিত হয়।

আজ ১৫ই নভেম্বর (শনিবার)সকাল সাড়ে ১১টায় জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি জনাব এ এস এম কামাল উদ্দিন।

উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে আলমগীর সিদিদ্দকী হলে এসে সম্মেলনের উদ্বোধনী সভা শুরু হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মঞ্জুল আলমের সভাপতিত্বে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষদের সভাপতি এ এস এম কামাল উদ্দিন, যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সভাপতি কবি মাসুক শাহী, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তসলিম উর রহমান, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা কমরেড ইসরারুল হক, বিবর্তন সংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লাল্টু, যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শেখ আলাউদ্দিন, বিপ্লবী যুব মৈত্রী কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আহাদ আলী মুন্না, বিপ্লবী ছাত্র মৈত্রী যশোর জেলার সভাপতি সায়হাম বিশ্বাস অর্ক, বিপ্লবী যুব মৈত্রী কেশবপুর উপজেলার আহ্বায়ক শিমুল মণ্ডল, মনিরামপুর উপজেলার আহ্বায়ক রাজু আহমেদ প্রমুখ। আলোচনা সভা পরিচালনা করেন বিপ্লবী যুব মৈত্রী সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রায়হান বিশ্বাস।

আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের দেশে এক ক্রান্তিকাল চলছে, জুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নে ব্যার্থ হয়েছে।স্বৈরাচার মুক্ত বৈষম্যহীন সমাজ, রাজনীতির পরিবর্তে সরকার বিদেশী প্রভুদের কাছে দেশের কর্তৃত্ব তুলে দিতে তৎপর। আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে। স্বাধীনতা বিরোধীরা উগ্র ধর্মান্ধতার মাধ্যমে দেশের শিক্ষা সংস্কৃতিকে অন্ধকারে নিপতিত করার ষড়যন্ত্রে লিপ্ত। এ অবস্থায় দেশের যুবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। দেশের স্বাধিনতা স্বর্বভৌমত্ব, সংস্কৃতি ও সমতার অর্থনীতি রক্ষায় সুচিন্তিত ভাবে যুবকদের ভূমিকা গ্রহনে বিপ্লবী যুব মৈত্রীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

এর পর দ্বিতীয় অধিবেশন বিপ্লবী যুব মৈত্রী সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মঞ্জুরুল আলমের সভাপতিত্বে বিকাল ৩ টার সময় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সম্মেলনে রাজনৈতিক ও সাংগঠনিক রিপোর্ট উত্থাপন করেন বিপ্লবী যুব মৈত্রী সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব রায়হান বিশ্বাস। কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে আহাদ আলী মুন্না কে সভাপতি , মঞ্জুরুল আলম কে সাধারণ সম্পাদক ও সুমন পোদ্দার কে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠিত হয়। কমিটির নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান বিপ্লবী যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ইন্দ্রজিত চট্টোপাধ্যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সকল বাঁ’ধা কে তু’ড়ি মেরে ঐতিহাসিক বাবরি মসজিদ শিলান্যা”স করলেন হুমায়ূন কবির

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ সকালে পশ্চিম বাংলার বেলডাঙ্গা তে নতুন করে নির্মাণ কাজ শুরু হয়েছে ঐতিহাসিক...

রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: খুলনা রেলওয়ে জেলার বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির আওতাধীন নাভারণ এলাকায় রূপসী বাংলা ট্রেনে কাটা পড়ে তৌহিদুল ইসলাম...

বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দী’র্ঘায়ু কা’মনায় মনিরামপুরে দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: মনিরামপুর, যশোর, ৪ ডিসেম্বর ২০২৫: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ারের আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনায়...

যশোর-৫ এ বিএনপির প্রার্থী এডভোকেট শহীদ ইকবাল ঘোষিত

এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ সমস্ত জল্পনা-কল্পনার অবসান শেষে সংসদীয় আসন যশোর ৫ মণিরামপুরে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মনোনয়ন বরাদ্দের কেন্দ্রীয়...