
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের পক্ষ থেকে মগরাহাট থানার উদ্যোগে হারিয়ে যাওয়া প্রায় ১২০ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দেওয়া হল প্রকৃত গ্রাহকদের।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ এবং উস্তি থানা ও মগরাহাট থানার সার্কেল চীফ অফিসার ইনচার্জ শ্রী রাজু সোনকার এবং মগরাহাট থানার ওসি পিযুষ কুমার।
দৈনিক সাধারণ মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে এবং তারা কাজের তাড়নায় বাসে এবং ট্রেনে ও বাজার হাট করতে যাওয়া সময় অসাবধানতাবশত তাদের কাছ থেকে মোবাইল ফোন হারিয়ে যায়। কখনো কখনো মূল্যবান মোবাইল ফোন চুরি করে নেয় চোরেরা। কখনো কখনো ছিনতাইকারীরা মোবাইল ফোন ছিনতাই করে তা বাজারে বিক্রি করে দেয়। কিন্তু সাধারণ মানুষের এই মূল্যবান মোবাইল ফোন ফিরত পেতে পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের দারস্থ হন।
থানায় লিখিত হবে মোবাইল ফোন এর বিবরণ দিয়ে অভিযোগ পত্র দাখিল করে থাকে। প্রশাসনের কর্মকর্তারা এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে নিয়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ট্র্যাকিং করে তা ধরে ফেলে।এই সমস্ত মোবাইল ফোন এক যায়গায় জড়ো করে তা প্রকৃত গ্রাহকদের চিহ্নিত করে তা তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
আজ প্রায় ১২০টি মূল্যবান মোবাইল ফোন ফিরিয়ে দেওয়া হয় প্রকৃত গ্রাহকদের কাছে।এই কাজে সহযোগিতা করছেন ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ এবং উস্তি থানার এবং মগরাহাট থানার সার্কেল চীফ অফিসার ইনচার্জ শ্রী রাজু সোনকার এবং মগরাহাট থানার ওসি পিযুষ কুমার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।




