Friday, January 16, 2026

আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিশ্ব শিক্ষক দিবস পালন 

Date:

Share post:

আবদুল কাদির জীবন :

আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ও ৩ নং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন বলেন, “শিক্ষকরা হলেন জাতির আলোকবর্তিকা; জ্ঞানভিত্তিক, মানবিক ও নৈতিক মূল্যবোধের জাতি গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। সমাজ গঠনের কারিগর হিসেবে শিক্ষকগণ শুধু পাঠদানে সীমাবদ্ধ নন; তাঁরা আমাদের চিন্তা-চেতনা, মনন ও মূল্যবোধের পথ পদর্শক। শিক্ষক দিবসে তাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও অবদানের প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

রবিবার (৫ অক্টোবর -২০২৫) দুপুর ২ ঘটিকার সময় সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৩ নং অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে অবস্থিত আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে প্রিয় শিক্ষকদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা স্বরূপ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম-এর সভাপতিত্বে এবং স্কুলের দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী আরিফুল জাহান মাহিমা ও স্কুলের দ্বিতীয় সাময়িক পরীক্ষায় সর্বোচ্চ মার্ক অর্জনকারী মেধাবী শিক্ষার্থী আনিশা হক ইয়ারার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, স্কুলের ভাইস প্রিন্সিপাল আজমল হোসেন নয়ন, তরুণ সমাজসেবক ও ক্রীড়ানুরাগী সৌরভ আহমদ লাকি, ইংরেজি শিক্ষক আবদুল কাদির জীবন, রাষ্ট্র বিজ্ঞান শিক্ষক রিপন মিয়া, গণিত শিক্ষক সোহেল মিয়া, বিজ্ঞান শিক্ষক মস্তোফা মারুফ, ধর্মীয় শিক্ষক আব্দুল মুমিন, শাকিল আহমদ, শাহিদা আক্তার, ফাহিমা আক্তার, তানজিনা আক্তার, বন্না রানী দাস, আনুস্কা রানী দাস, নমিতা রানী দাস, রুবা আক্তার প্রমুখ।

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। শিক্ষার্থীরা ভোর হতে না হতেই আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের বিভিন্ন দেয়ালে টাঙানো হয় শিক্ষক দিবসের শুভেচ্ছা প্লেকার্ড। যেখানে লেখা আছে ” শিক্ষক আমাদের আলোর বাতিঘর, শিক্ষক আমাদের প্রেরণা, শিক্ষক আমাদের পথপ্রদর্শক, শিক্ষক আমাদের শিখিয়েছেন কিভাবে সুন্দর জীবন গঠন করতে হয়। শিক্ষকদের শেখানো জ্ঞান আমরা কোনোদিন ভুলতে পারবো না। শিক্ষকরা আমাদের মনের মনিকোঠায় আজীবন থেকে যাবেন।” এছাড়া প্রতিটি ক্লাসে শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীরা তাদের শিক্ষকদের প্রতি শুভেচ্ছা জানান। ছাত্রছাত্রীদের এমন অসাধারণ সুন্দর ও ব্যতিক্রমধর্মী আয়োজন দেখে ভালোবাসায় এবং আন্তরিকতায় মুগ্ধ হোন কলেজের সকল শিক্ষক।

অনুষ্ঠানের সবচেয়ে সুন্দর মুহূর্তে শিক্ষার্থীরা বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে তাদের শিক্ষকদের প্রতি ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতার স্বরূপ গোলাপ ফুলের মালা দিয়ে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেন। শিক্ষার্থীরা তাঁদের শিক্ষকদের কলম, বই, আতর, ও বিভিন্ন শিক্ষাসহায়ক উপহার দেন।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, দশম শ্রেণির শিক্ষার্থী আবির মিয়া, নবম শ্রেণির শিক্ষার্থী আনিশা হক ইয়ারা ও মোছা: হালিমাতুস সাদিয়া।

অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন, নবম শ্রেণির শিক্ষার্থী জয়নাল আবেদীন মুনাইম ও ইসলামি সংগীত পরিবেশন করেন দশম শ্রেণির শিক্ষার্থী হাবিবা নুসরাত তিন্নি। এছাড়া শিক্ষক দিবসের কবিতা পাঠ করেন দশম শ্রেণির মেধাবী শিক্ষার্থী ঝুমা বেগম ঐশি।

আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল মাওলানা আব্দুল হালিম বলেন, “শিক্ষার্থীরা আজ আমাদের যে সম্মান দেখাল তা সত্যিই প্রশংসনীয়। এই প্রথম বারের মত আমাদের স্কুলে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষকদের প্রতি ভালোবাসা ও সম্মাননা স্বরূপ সংবর্ধনা প্রদান করা হয়েছে। এই সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য কলেজের ইংরেজি শিক্ষক আবদুল কাদির জীবন ও সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, দশম শ্রেণির শিক্ষার্থী মেহরিন হক, আমিনা বেগম জুলি, তাসমিয়া আক্তার আনিকা, আল হাসান ফাহিম, আবিদ মিয়া, তাসনিম আক্তার রাফিয়া, জামিল আহমদ সানি, জাহিদ আল মাসুম, লিয়াকত হোসেন এনাম, হুমায়রা আক্তার নাবিলা, শাহরিয়ার ইসলাম জয়, মিজানুর রহমান মারুফ, আমিন উদ্দিন, সাইফুর রহমান, সানিম আহমদ সাব্বির, শাহান হাসান, ফাহমিদ হাসান সায়েম ; নবম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে তিশা আক্তার, মোজাহিদ আলী, আনিশা ফেরদৌস রিয়া, আল-আমিন হাম্মাদ, সাইদ আহমদ, ছামির আহমদ ছানি, হাফসা বেগম, নাদিয়া আক্তার সোমা, সানজিদা আক্তার রিমু, মোঃ মিনহাজ, সুমাইয়া আক্তার শিমা, সোনিয়া বেগম, তামান্না আক্তার, ছাইমা বেগম, ছামিরা তাসনিম খাদিজা, ছাদিকা রহমান লিজা, শাহরিয়ার হাসান ফাহাদ, সাব্বির হোসেন রাফি, আনিশা জান্নাত সোমাইয়া, তামান্না আক্তার সাদিয়া, মাহবুবা আক্তার রিমা ; অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সাদিয়া জাহান ঝর্না, আমান হাসান, শাহান আহমদ, সুমাইয়া শিমু, হাবিবুল ইসলাম, মারজান আহমদ, তাওহিদা আক্তার, শুভ আহমদ ; সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে খাদিজা বেগম, আছিমা ইবনাত রোদসী, আম্বিয়া আক্তার রিতাজ, মারজানা আক্তার ফাইজা, সৈয়দা আনিছা বেগম, নাফিজা হক মুন্নী, আবু তালেব রাইয়ান, আমিনা আক্তার, আমিনা জান্নাত মীম, খাদিজা আক্তার মরিয়ম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...

মা হারা মেছো বিড়াল শাবকটি বন বিভাগে হস্তান্তর করলেন ইউএনও

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলা থেকে উদ্ধার হওয়া মেছো বিড়াল শাবকটি পরম মমতায় বন বিভাগের কাছে হস্তান্তর করেছে...

নড়াইলে ভূ’য়া ওয়ারেশকামি দিয়ে জমি বিক্রির অভি”যোগ পরিতোষ বিশ্বাসের বি”রুদ্ধে

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর পৌরসভার চার নং ওয়ার্ডের দূর্গাপুর ডুমরতলার ৭৫ নং মৌজার ৬০১ খতিয়ানের এসে ৩১০৪ নং দাগের...