
মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধিঃ
অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও মৎস্য পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ আগস্ট সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে, জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাখী ব্যানার্জী এর সভাপতিত্বে উপজেলা ক্ষেত সহকারী জাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রিয়াজ উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো.মামুন খান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন,উপজেলা জামায়াত ইসলামীর আমির ফখরুদ্দিন মিজান প্রমুখ।
এসময় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন।
বক্তারা বলেন, মৎস্য খাত দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ আহরণ ও সংরক্ষণে সবার সচেতনতা জরুরি। পরে তিনজন সফল মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ।