
মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ,রাজশাহীঃ
রাজশাহীর গোদাগাড়ীতে ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর প্রাক-প্রাথমিক ও সহজ কুরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৮ আগষ্ট ) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কমপ্লেক্সেে , শরিফুল ইসলাম এর সঞ্চালনায় এবং উপজেলা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ মুসলেহুদ্দীন নূরুল সভাপতিত্বে উক্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আব্দুর রাজ্জাক, বিভাগীয় পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন, রাজশাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিরুল ইসলাম, ফিল্ড অফিসার, রাজশাহী, মাও: মো: মুফিজুল ইসলাম , মাষ্টার ট্রেইনার, মো: জাহাঙ্গীর আলম, ফিল্ড সুপারভাইজার, রাজশাহী মহানগরী, সাংবাদিক মোঃ মাসুদ আলম, এছাড়াও উপস্থিত ছিলেন মডেল কেয়ারটেকার মো: আতাউর রহমান, সাধারণ কেয়ারটেকার মুনিরুল ইসলাম, জাহিদুল ইসলাম, দুরুল হোদা, ফরহাদুজ্জান, তরিকুল ইসলাম সহ শিক্ষক শিক্ষিকাগণ।
বক্তারা বলেন, ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে শিশুরা ছোট থেকে নীতি নৈতিকতা শিক্ষা অর্জন করে। কোমলমতি শিশুদের নিজের সন্তানের মত করে ইসলামিক জ্ঞান চর্চায় এগিয়ে নিতে হবে। আপনাদের যে দায়িত্ব রয়েছে তা সঠিকভাবে পালন করবেন।