
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার অভয়নগর উপজেলায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ( ২৮শে জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী (৫৫)পদাতিক ডিভিশনের সেনা কর্মকর্তাদের উদ্যোগে উপজেলার সুন্দলী ইউনিয়নের সৈয়দপুর ট্রাস্ট (এস.টি) স্কুল অ্যান্ড কলেজ বন্যা আশ্রয়কেন্দ্রে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজিত এই ক্যাম্পে চিকিৎসা, চক্ষু, শল্য, স্ত্রীরোগ ও প্রসূতি বিদ্যা সংশ্লিষ্ট একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অফিসার অংশগ্রহণ করেন।
এসময় রোগীদের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।
ব্রিগেডিয়ার জেনারেল আহম্মেদ তানভীর মাযহার সিদ্দিকী NDC, PSC, জানান জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি)ও এরিয়া কমান্ডার জোয়ারদার মোঃ ইমদাদুল ইসলামের অনুপ্রেরণায় জুলাই পুর্নজাগরের অংশ হিসাবে প্রতি বছরের মতো এ বছরও আমরা মেডিকেল ক্যাম্পেইন-সহ বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম হাতে নিয়েছি। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরণের উদ্যোগ অব্যাহত রাখবো -ইনশাআল্লাহ।