
হুমায়ুন কবির, কালীগঞ্জ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে হাঙ্গার ফ্রি ওয়াল্ডে এ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এ সময়ে বক্তরা বলেন, কালীগঞ্জের বাজারের ব্যাবসায়িক পরিবেশ সুন্দর রাখতে আপনার সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করবেন। আপনারা খাদ্যের সাপলাই দিয়ে থাকেন। ভোক্তার নিকট আপনার পণ্য সুন্দরভাবে পৌছিয়ে দিবেন। কোন অনিয়ম করবেন না।
কালীগঞ্জ পরিবেশক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠানে সাধারন সম্পাদক শিপলু জামান, হাজী কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, কালীগঞ্জ,কোটচাঁদপুর ও মহেশপুর মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি শরিফুল ইসলাম রিপন,কালিগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সহ-সাধারণ সম্পাদক আল আমিম,সহ সংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, প্রচার সম্পাদক আজিজুল জমিদারসহ বিভিন্ন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।এসময় ট্রেন দূর্ঘটনায় নিহত ডেলিভারী ম্যান মেহেদী হাসানের পরিবারের নিকট ২৫ হাজার টাকার একটি চেক হস্তান্তর করা হয় সদর উদ্দিন ফাউন্ডেশনের সৌজন্যে ।
পরিশেষে ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। উক্ত সভা সঞ্চলনা করেন পৌর ব্যবসায়ী সমিতির সহ-সাধারন সম্পাদক আল আমিন।