
স্বীকৃতি বিশ্বাস, যশোর:
শত পণ্যের উপর আরোপিত ভ্যাট কর বাতিল, দ্রব্যমূল্য হ্রাস, রেশনিং ব্যবস্থা চালু, লুটপাট ও দুর্নীতির মাধ্যমে পাচারকৃত অর্থ দ্রুত উদ্ধার, দমন-পীড়ন ও বিচারবহির্ভূত হত্যার বন্ধসহ প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবিতে বাম গণতান্ত্রিক জোট দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করেছে।
তারই অংশ হিসেবে যশোর জেলা বাম গণতান্ত্রিক জোটও বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় যশোরের দড়াটানা ভৈরব চত্বরে বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট যশোরের আহ্বায়ক ও বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা কমরেড জিল্লুর রহমান ভিটু। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক ও কেন্দ্রীয় নেতা কমরেড তসলিম উর রহমান, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যশোর জেলা আহ্বায়ক কমরেড শাহজান আলী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) যশোর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড গাজী গোলাম মোস্তফা, জাতীয় কৃষক খেতমজুর সমিতির যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি ও কেন্দ্রীয় নেতা মিজানুর রহমান এবং বাংলাদেশ কৃষক সমিতির জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, দেশের জনগণের উপর নতুন করে ভ্যাটের বোঝা চাপানো হচ্ছে, যা অমানবিক। ইউনুস সাহেব ১২ হাজার কোটি টাকা সংগ্রহের জন্য ১০০টির বেশি পণ্যের উপর ভ্যাট আরোপ করেছেন, অথচ নিজের প্রতিষ্ঠানের ৬ হাজার কোটি টাকা কর মওকুফ করিয়ে নিয়েছেন। নেতৃবৃন্দ প্রশ্ন রাখেন, শেখ হাসিনা সরকারের সঙ্গে ইউনুসের ব্যবধান কী? জনগণ জানতে চায়।
বক্তারা আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছে। অথচ সরকারের কোন কার্যকর উদ্যোগ নেই। অবিলম্বে ভ্যাট কর প্রত্যাহার, রেশনিং ব্যবস্থা চালু এবং ন্যায়সংগত নির্বাচনের ঘোষণা দিতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।