Sunday, January 25, 2026

রামনগর ইউনিয়নে গণসংযোগে অনিন্দ্য ইসলাম অমিত ধানের শীষে ভোট ও দোয়া চাইলেন

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর  সদর–৩ আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত রামনগর ইউনিয়নের বিভিন্ন স্কুল, মন্দির, গ্রাম ও হাটবাজারে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

রোববার সকালে  রামনগর ইউনিয়নের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতকে ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে বরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়।

সভায় খরিচাডাঙা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম. আজগর আলী বিদ্যালয়টির দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন চিত্র তুলে ধরেন। এ সময় স্থানীয় জনগণ সড়ক পাকাকরণ, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নসহ এলাকার বিভিন্ন মৌলিক সমস্যার কথা তুলে ধরেন।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সুযোগ পেলে তিনি তাঁর পিতার উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে এনে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। সমাজে সাম্য, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, জনগণের অধিকার রক্ষাই হবে তাঁর রাজনীতির মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, কুয়াদা বাজারসহ কোথাও চাঁদাবাজদের ঠাঁই হবে না।

গণসংযোগের ধারাবাহিকতায় পরে তিনি বাজুয়াডাঙা এলাকায় সনাতন ধর্মাবলম্বী জনগণের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ধর্মের নামে বিভেদ নয়—সবার পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশি। সকল ধর্ম ও মতের মানুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।

এছাড়া সতীঘাটা, বাজুয়াডাঙা ও সিরাজ সিঙ্গাসহ রামনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি ধারাবাহিকভাবে গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সাড়া লক্ষ্য করা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

গনপরিসেবা ও উন্নয়ন নিয়ে এগিয়ে ডায়মন্ড হারবার

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: আজ বৈকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার সাব ডিভিশনাল মাঠে সকলের জন্য...

যশোরের কেশবপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বিএনপি প্রার্থীকে জরিমানা

ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি : যশোরের কেশবপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদের...

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...