
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর সদর–৩ আসনের ধানের শীষের প্রার্থী এবং বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত রামনগর ইউনিয়নের বিভিন্ন স্কুল, মন্দির, গ্রাম ও হাটবাজারে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
রোববার সকালে রামনগর ইউনিয়নের সতীঘাটা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতকে ছাত্র-ছাত্রীরা ফুল দিয়ে বরণ এবং পথসভা অনুষ্ঠিত হয়।
সভায় খরিচাডাঙা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে. এম. আজগর আলী বিদ্যালয়টির দীর্ঘদিনের অবহেলিত উন্নয়ন চিত্র তুলে ধরেন। এ সময় স্থানীয় জনগণ সড়ক পাকাকরণ, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নসহ এলাকার বিভিন্ন মৌলিক সমস্যার কথা তুলে ধরেন।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, সুযোগ পেলে তিনি তাঁর পিতার উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে এনে এলাকার মানুষের জীবনমান উন্নয়নে কাজ করবেন। সমাজে সাম্য, মানবিকতা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, জনগণের অধিকার রক্ষাই হবে তাঁর রাজনীতির মূল লক্ষ্য। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানান, কুয়াদা বাজারসহ কোথাও চাঁদাবাজদের ঠাঁই হবে না।
গণসংযোগের ধারাবাহিকতায় পরে তিনি বাজুয়াডাঙা এলাকায় সনাতন ধর্মাবলম্বী জনগণের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন। এ সময় তিনি বলেন, ধর্মের নামে বিভেদ নয়—সবার পরিচয় একটাই, আমরা সবাই বাংলাদেশি। সকল ধর্ম ও মতের মানুষের সম্মিলিত অংশগ্রহণেই একটি শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।
এছাড়া সতীঘাটা, বাজুয়াডাঙা ও সিরাজ সিঙ্গাসহ রামনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় তিনি ধারাবাহিকভাবে গণসংযোগ ও পথসভা চালিয়ে যাচ্ছেন। গণসংযোগকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সাড়া লক্ষ্য করা যায়।




