
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ সকাল থেকে শুরু হয়েছে পশ্চিম বাংলার সাবেক মাদ্রাসা শিক্ষা দপ্তরের মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক এবং তৃনমূল কংগ্রেস এর নেতা গিয়াসউদ্দিন মোল্লা র ৭০,তম জন্মদিন পালন করা হচ্ছে মহা সমারোহে।
এদিন তার মগরাহাট পশ্চিমের উস্তি থানা এলাকায় তার নিজের বাস ভবনে এবং তার শিরা কোল দলীয় অফিসে পালিত হচ্ছে জন্মদিন। এদিন সকাল থেকে মগরাহাট পশ্চিমের ব্লক উন্নয়ন বোর্ড এর চেয়ারম্যান থেকে শুরু করে মগরাহাট পশ্চিম এর ব্লক উন্নয়ন বোর্ড কর্মধক্ষ্য ও তৃনমূল দলের নেতা শ্রী মানবেন্দ্র মন্ডল ও হরিহর পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাইহান লস্কর এবং লক্ষ্মীকান্ত পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজা সেখ এবং সিরাকোল অঞ্চল প্রধান ও তৃনমূল দলের নেতা আব্দুর রহিম মোল্লা এবং তৃনমূল কংগ্রেস এর মগরাহাট পশ্চিমের ব্লক এর অধীনে সমস্য অঞ্চল তৃনমূল পর্যায়ের নেতা ও কর্মীরা।
আজ মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা র শুভ জন্মদিন উপলক্ষে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। দীর্ঘদিন ধরে মগরাহাট পশ্চিমের সাধারণ মানুষের তার গ্রহণযোগ্যতা তৈরি করতে পেরেছেন।যার ফলে বহু মানুষ তার শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও শুভকামনা জ্ঞাপন করেছেন।



