
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
গত 6, ই নভেম্বর এবং 12, ই নভেম্বর ভারতের বিহার রাজ্যের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ সকাল থেকে নির্বাচনের ফলাফল শুরু হয়েছে।এখন পর্যন্ত যা খবর পাওয়া গেছে তাতে বিজেপি ও জে ডি এস এর এন ডি এ জোট মোট 244,টি সিটের মধ্যে 175,টি বেশি সিটে এগিয়ে রয়েছে। সেই সঙ্গে আর জে ডি এবং ভারতের জাতীয় কংগ্রেস এর ইন্ডিয়া জোট 50, টি টপকে যেতে পারেনি। গোড়া থেকে বিভিন্ন চ্যানেলে এন ডি এ জোট কে এগিয়ে রেখেছিল।
আজ সকালে যখন ভোট পর্ব গোননা শুরু হয়েছে তখন থেকেই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে এন ডি এ জোট এর প্রার্থী রা। এবার ও নিতীশ কুমার চতুর্থ বারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছে। আজকের এই জয় কে বিজেপি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন এর জয় বলে আক্ষ্যা দিয়েছে। আজকের সকালের খবর ছড়িয়ে পড়তেই বিজেপি সদরদপ্তরে মিঠাই বিলি শুরু হয়। বিহারের পাটনা শহরের বিভিন্ন যায়গায় হুলি খেলায় মেতে উঠেছে বিজেপি ও জেডিইউ সমর্থকরা। আজকের এই জয়ে বিহারের মানুষ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের স্বরাস্ট্র মন্ত্রী শ্রী অমিত শাহ। তবে ভারতের অন্যান্য যে সাতটি বিধান সভা কেন্দ্রে নির্বাচন হয়েছে সেখানে বিজেপি দাঁত ফোঁটাতে পারিনি।
সাতটি র মধ্যে দুটি বিজেপি ও কংগ্রেসের ঝুলিতে তিন টি একটি টি ডিপি ও একটি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও একটি আকালি দল তবে এই নির্বাচনের ফল কতটা প্রভাব বিস্তার করতে পারে 2026, সালে সেটা লাখ টাকার প্রশ্ন থেকে যাচ্ছে।



