
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ দুপুরে পশ্চিম বাংলার ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক ডায়মন্ড হারবার জেলা আদালতের বিল্ডিং এর রঙ করা ও সার্ভিসিং এর কাজ নিয়ে অভিযোগ তুলেছেন ডায়মন্ড হারবার জেলা আদালতের বার কাউন্সিলের কর্মকর্তা আব্দুল হাসান সেখ এবং অ্যাডভোকেট মারুফ নিয়াজ এবং ডায়মন্ড হারবার জেলা আদালতের সিনিয়র পাবলিক প্রসিকিউটর শ্রী সুদিপ হালদার।
তিনি বলেন যে কন্ট্রাক্টর যে টাকা পেয়েছে তা পুনঃব্যবহার ব্যবহার না করে নামকে আস্তে দায় সারা করে রিপেয়ারিং ও রঙ কাজ শুরু করেছে। কিন্তু ডায়মন্ড হারবার জেলা আদালতের বার কাউন্সিলের ও ডায়মন্ড হারবার জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর শ্রী সুদিপ হালদার এর দাবি সরকারের যে টাকা দিয়েছে পুরো ডায়মন্ড হারবার জেলা আদালতের সাজানো র জন্য তা ঠিক মতো কাজ হচ্ছে না। দায়সারা গোছের কিছু কাজ করে পুরো টাকা পয়সা তুলে নেওয়ার চেষ্টা করছে।তা আমরা করতে পারি না।এই আদালতের সৌন্দর্য ফিরিয়ে আনতে সরকার যে টাকা ব্যায় করছেন তা খরচ করে ঠিক মতো কাজ করতে হবে।
এই আদালতে প্রতিদিন কয়েক হাজার মানুষ আসেন আইনের সাহায্য নিয়ে তাদের বিভিন্ন সমাধান করতে। এখানে দেওয়ানী মামলা এবং ফৌজদারি কার্যবিধির বিভিন্ন মামলা চলে।এই ঐতিহাসিক ডায়মন্ড হারবার আদালতের সৌন্দর্য ফিরিয়ে আনতে সবধরনের সহযোগিতা করতে হবে বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর শ্রী সুদিপ হালদার।
যতক্ষণ না পর্যন্ত ভালো ভাবে রঙ করা ও সৌন্দর্য না ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিচ্ছেন না কন্ট্রাক্টর ততক্ষণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন।বার কাউন্সিলের পক্ষ থেকে এবং ডায়মন্ড হারবার জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর শ্রী সুদিপ হালদার ইতিমধ্যেই ডায়মন্ড হারবার জেলা আদালতের মহামান্য বিচারপতি কে বিষয়টি জানিয়েছেন।



