
মনোয়ার ইমাম, ভারত বাংলা প্রতিনিধি:
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের অধীনে ক্যানিং টু র নারায়ন তলার মাখালতলায় বিশাল সমাবেশ থেকে দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান জননেতা শওকত মোল্লার।
তিনি বলেন যে কিছু দলীয় তৃনমূল কংগ্রেস এর নামধারী নেতা ও কর্মী গত 2021শে, তৃনমূল কংগ্রেস কে হারাতে মাঠে ময়দানে উপস্থিত ছিলেন তারা আজ আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন।
আমরা এই বিশাল ঐতিহাসিক সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই যে আমরা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলার যুব আইকন তৃনমূল কংগ্রেস এর যুব নেতা শ্রী অভিষেক ব্যানার্জি র সৈনিক আমরা কি ভাবে লড়াই করতে হয় তা জানি। আমরা চাই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ক্ষমতায় আনতে আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করে আগামী 2026,শে পশ্চিম বাংলায় ক্ষমতায় আনতে চাই।
আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সকলের কাছে আবেদন করছি। আপনারা দলীয় নির্দেশ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও পশ্চিম বাংলার গন উন্নয়ন প্রকল্প ও গন বিকাশের কাজ কে সাধারণ মানুষের কাছে তুলে ধরুন।
সেই সঙ্গে পশ্চিম বাংলার বুক থেকে বিজেপি ও তার দোসরদের হটাতে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ ও পশ্চিম বাংলার উন্নয়ন কে সামনে রেখে আমরা আম আদমি কে সাথে নিয়ে লড়াই চালিয়ে ফের পশ্চিম বাংলার ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় কে জিতিয়ে আনার জন্য সবধরনের সহযোগিতা করবো। তার জন্য প্রতিটি বুথে বুথে গন জাগরণ গড়ে তুলতে হবে। এবং দলীয় নেতা ও কর্মীরা সুশৃঙ্খল ভাবে কাজ করার আহ্বান জানান। সেই সঙ্গে তৃনমূল কংগ্রেস এর নামধারী কিছু মানুষ না কর্মী যারা দলের নাম করে দলের ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তাদের থেকে সাবধান হাওয়ার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।
আজকের এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন পশ্চিম বাংলার বিধান সভার সদস্য ও কুলতলির বিধায়ক শ্রী গনেশ চন্দ্র মন্ডল এবং ক্যানিং পূর্বে এর যুব তৃনমূল দলের সভাপতি ও ক্যানিং পূর্বে ব্লক উন্নয়ন বোর্ড মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন বোর্ড এর কর্মধক্ষ্য সাদেক লস্কর এবং সেখ মোক্তার ও সেকেন্দার সেখ সহ অন্যান্য সুন্দর বন জেলা তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ।
এই অনুষ্ঠানে প্রায় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।



