
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে মগরাহাট থানার ওসি পিযুষ কুমার দে এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে র নেতৃত্ব অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ চুরি যাওয়া সোনার গয়না সামগ্রী।
যার বাজার মূল্য প্রায় কয়েক লাখ টাকা। ঘটনার সুত্রপাত কিছুদিন আগে মগরাহাট থানার অন্তর্গত মৌখালীর হেড়িয়াতে সাইফুল খাঁ বাড়িতে চুরি হয়। যে দিন সাইফুল খাঁ কলকাতায় জরুরি কাজে বের হয়। তখন সুযোগ বুঝে হেড়িয়ার বাসিন্দা খোকন খাঁ ও সেখ আজিদ ও আরো একজন ফাঁকা বাড়িতে হানা দেয়। এবং ঔ বাড়িতে কেউ না থাকার কারণে বাড়ি থেকে প্রায় কয়েক লাখ টাকার সোনার গয়না এবং অন্যান্য সামগ্রী নিয়ে পালিয়ে যায়।এই ঘটনার পর মৌখালীর হেড়িয়ার বাসিন্দা সাইফুল খাঁ বাড়িতে চুরি হওয়ার কারণ জানতে এবং এই ঘটনার তদন্ত করতে মগরাহাট থানাতে অভিযোগ করেন।
পরে মগরাহাট থানার ওসি পিযুষ কুমার নেতৃত্ব একটি টিম গঠন করে তদন্তে,নামেন এবং ঔ গ্রামের বাসিন্দা খোকন খাঁ ও সেখ আজিদ ও আরো একজন কে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে। এবং তাদের কে জিজ্ঞেস করে জানতে পারে চুরি যাওয়া সোনার গয়না এবং অন্যান্য সামগ্রী তাদের কাছে রয়েছে।পরে পুলিশ ওগুলো উদ্ধার করে।
এই ঘটনার পর মগরাহাট থানাতে আসেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও দক্ষ পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে। তিনি পুরো প্রক্রিয়া জানান। এবং তার অধীনে মগরাহাট থানার ওসি পিযুষ কুমার এবং অন্যান্য পুলিশ আধিকারিকদের ভূমিকা পালন নিয়ে ধন্যবাদ জানান।
ধৃত ব্যাক্তিদের আজ ডায়মন্ড হারবার জেলা পুলিশের আদালতে হাজির করা হয়। এবং ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে। এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না তা সুনিশ্চিত করতে চাইছে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে।