
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানা এলাকায় উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের অধীনে বরিজপুর এলাকায় একটি বেআইনি নির্মাণ কাজ শুরু করা কে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।
বিষয়টি ইতিমধ্যেই ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে উস্তি থানার ওসি কে হস্তক্ষেপ কামনা করে আবেদন করেছেন। কিন্তু এই বেআইনি নির্মাণ কাজ বন্ধ করা যায়নি বলে অভিযোগ জানিয়েছেন উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আনসার আলী সর্দার।তার কেনা যায়গায় বেআইনি নির্মাণ কাজ শুরু করেছে।
বরিজপুর এলাকায় বাসিন্দা মতালেব মোল্লা ও এমদাদুল হক মোল্লা ও টুটুল মোল্লা সহ আরো অনেকে।মূল অভিযোগ কারী আনোয়ার আলী সর্দার তিনি ডায়মন্ড হারবার জেলা আদালতের কাছ থেকে বেআইনি নির্মাণ কাজ বন্ধ করার জন্য নির্দেশ নিয়ে আসেন।
এবং তিনি বলেন যে উস্তি থানার ওসি সাহেব কে বলার পর ও এই বেআইনি নির্মাণ কাজ বন্ধ হয়নি। অভিযোগ কারী আনোয়ার আলী সর্দার ইতিমধ্যেই ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার ও ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল সাহেব কে জানান। কিন্তু তার পর ও এই বেআইনি নির্মাণ কাজ বন্ধ হয়নি।
তিনি বলেন যে পুলিশ এর গাফলতির কারণে বন্ধ হয়নি বেআইনি নির্মাণ।এই জায়গাটি উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের 149, নাম্বার বুথের,বরিজপুর মৌজার জে এল নাম্বার 116,ও দাগ নাম্বার টি হল 565/566, খতিয়ান নাম্বার হল 3180, এটি। তবে এই বেআইনি নির্মাণ কাজ বন্ধ করার বিষয়ে উস্তি থানার ওসি বলেন যে আমাদের কাছে ঔ জমির উপর নির্মাণ বন্ধ করতে হবে না তার নির্দেশ কপি নেই। তবে আমি চেষ্টা করেছি যে যাতে বেআইনি নির্মাণ কাজ কেউ না করতে পারে।
তবে আমি আইন অনুযায়ী পদক্ষেপ নেবার চেষ্টা করবো। এবং কোন নির্দেশ যদি থাকে ঔ জমির উপর নির্মাণ কাজ বন্ধ করতে, তাহলে সাথে সাথেই ব্যাবস্থা নেব। কিন্তু অভিযোগ কারী আনোয়ার আলী সর্দার বলেন যে এই জমির উপর বেআইনি নির্মাণ কাজ করতে উত্তর কুসুম গ্রাম পঞ্চায়েতের এক সদস্য মদৎ দিচ্ছে। এবং একটি প্রভাবশালী মহল থেকে আমার জমির উপর বেআইনি নির্মাণ কাজ করার জন্য উঠেপড়ে লেগেছে।
তবে এই বেআইনি নির্মাণ কাজ বন্ধ করতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করতে আইন অনুযায়ী পদক্ষেপ নেবার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত এই বেআইনি নির্মাণ কাজ বন্ধ করতে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে জানা যায়।



