
ফেসবুকে মি’থ্যা অ”পপ্রচারের প্র”তিবা’দ
গত ২৫ সেপ্টেম্বর রৌমারীর খবরের অন্তরালে ফেসবুক ফেক আইডি দিয়ে আমাকে জড়িয়ে একটি ছবি শেয়ার করা হয়।
যাহা আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত ছবিটি ২৫ তারিখে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ গাছ লাগানো জন্য কিছু বাশ কিনতে বড়াইকান্দি বাজারে যাই। সেখানে রৌমারী উপজেলা বিএনপি’র পক্ষ থেকে লিফলেট বিতরণ করা হয়। সেখানে এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ পরিচিত থাকায় কথা বলার জন্য তাদের পাশে আমি দাড়াই তখনি ছবিটি তোলা হয়।
ঐই ছবিটি দিয়ে আমাকে হেও প্রতিপন্ন করার জন্যই ছবিটি শেয়ার করা হয় এবং রাজিবপুর ও উলিপুর হাসপাতালে স্টোরকিপার এর দায়িত্বে থাকাকালীন আমার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ সরকারি মালামাল বিক্রির অভিযোগ লিখেছেন এবং রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য-সচিব সম্মানিত মোস্তাফিজুর রহমান রঞ্জু ভাই একজন ভালো মানুষ তাকে জরিয়ে আমাকে নিয়ে ফেসবুকে মিথ্যা অপপ্রচার করে তা সম্পন মিথ্যা তাই আমি উক্ত অপপ্রচারটিকে তীব্র প্রতিবাদ করছি।
আমি রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্টোর কিপার আমি কোন দিন আমার কর্মকর্তা ও কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করিনি আমাকে হেও প্রতিপন্ন করার জন্যই উদ্দেশ্য প্রণোদিত ভাবে ফেসবুক ফেক আইডি দিয়ে সমাজে আমাকে হেও প্রতিপন্ন করার জন্যই উক্ত ছবি শেয়ার মিথ্যা অপপ্রচার করা হয়েছে। আমি উক্ত অপপ্রচারের তীব্র প্রতিবাদ করছি।
বিনিত,
মোঃ ফারুক আহমেদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রৌমারী-কুড়িগ্রাম।