
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব র হিমচি নবগ্রাম মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত কমিটি র পক্ষ থেকে মিলাদুন্নবী উপলক্ষে একটি জলসা অনুষ্ঠিত হয়।
এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পূর্ব র হিমচি নবগ্রাম মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত মাদ্রাসা প্রাঙ্গণে ঐতিহাসিক জুলুসে মুহাম্মাদি মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মহাসমারোহে উপস্তিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কলকাতা খিদিরপুর খানকা শরীফের পীর হজরত মাওলানা শাহ সুফি আল্লামা গোলাম ইস্তারশিদ আল কাদেরী ও তার ভাই পীর হজরত মাওলানা শাহ সুফি গোলাম মুস্তারশিদ আল কাদেরী।
এই মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মহাসমারোহে বিশ্বের সকল মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের জন্য দোয়া করা হয়। এবং বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষ কে ঐক্যবদ্ধ হয়ে পশ্চিমী দুনিয়ার মুসলিমদের দুশমনদের বিরুদ্ধে লড়াই করার ডাক দিয়েছেন।
সেই সঙ্গে ভারতের মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের ওয়াকফ সম্পত্তি কালা আইন প্রত্যাহারের দাবি জানান। এবং মুসলিম উম্মাহর শান্তি প্রিয় মানুষের অধিকার ও মর্যাদা কেড়ে নিতে চায় আর এস এস ও তাদের দোসরদের সরকার। ভারতের প্রতিটি মুসলিম উম্মাহর সমৃদ্ধি ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
মুসলিম উম্মাহর ঐক্য ও তাদের জান মাল ও সম্পত্তি কে রক্ষা করতে সকলকেই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। কারণ ভারতের ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে কয়েক লাখ মাওলানা ও মুফতি বলিদানের মাধ্যমে আজ ভারতের স্বাধীনতা লাভ করেছে।তাই ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস আর এস এস ও তার দোসরদের থেকে বহু গুণ বেশি। মুসলমানরা দেশের সম্পদ ও তাদের অধিকার কে কেউ কেড়ে নিতে চাইলে ছেড়ে কথা বলা হবে না।
আজ এই ঐতিহাসিক মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত মহাসমারোহে উপস্তিত ছিলেন মাওলানা মুফতি আজিজুর রহমান সাহেব এবং মাওলানা ইকবাল আহমেদ সাহেব এবং অন্যান্য মাওলানারা উপস্তিত ছিলেন।
এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হিমচি মন্ডল পাড়া জামে মসজিদ কমিটির সদস্যরা এবং হিমচি নবগ্রাম মাদ্রাসা জামিয়া মুরশিদিয়া আখতারিয়া ফায়জলে আহলে বাইত কমিটি র সদস্যরা এবং হিমচি মন্ডল পাড়া গ্রামের বাসিন্দারা।এই অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিশিষ্ট সমাজসেবী ও বুদ্ধিজীবী এবং মানবাধিকার কর্মী ও হিমচি মন্ডল পাড়া জামে মসজিদ কমিটির মাতয়াল্লি ও সভাপতি মোসারফ হোসেন মন্ডল।
এই অনুষ্ঠানটি পরিচালনা করতে সহায়তা করেন বারুইপুর পূর্ব র তৃনমূল দলের নেতা ও নবগ্রাম অঞ্চলের উপ প্রধান আক্তার হোসেন মন্ডল ও বারুইপুর থানার আই সি শ্রী সৌম্য জ্যোতি রায়। অনুষ্ঠানটি র শেষে সকল মানুষের জন্য বিরানী নেওয়াজ পাক পরিবেশন করা হয়।