
রতন শর্মা, দিনাজপুর জেলা প্রতিনিধি॥
৩১ আগস্ট রোববার সকাল ৯টায় দিনাজপুর তথা উত্তরবঙ্গের বেসরকারি মা ও শিশু স্বাস্থ্য সেবার অন্যতম প্রতিষ্ঠান অরবিন্দ শিশু হাসপাতালের ৬ষ্ঠ তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। ৬ষ্ঠ তলা ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন অরবিন্দ শিশু হাসপাতালের নির্মান কমিটির আহবায়ক ও কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রেজাউল করিম।
সম্মানীত অতিথি হিসেবে ঢালাই কাজের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ইট প্রস্তুতকারক মালিক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব ময়েন উদ্দীন শাহ্, মোঃ মোশাররফ হোসেন শাহ্। ঢালাই অনুষ্ঠানে অরবিন্দ শিশু হাসাতপালের সাধারন সম্পাদক মোঃ শামীম কবির বলেন, অরবিন্দ শিশু হাসপাতালে বর্তমানে অত্যাধুনিক যন্ত্রপাতি এবং মা ও শিশু রোগ বিশেষজ্ঞদের সার্বিক তত্ত্বাবধায়নে হাসপাতালটি পরিচালিত হওয়ার কারণে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ উত্তরবঙ্গের মানুষ মা ও শিশু স্বাস্থ্য সেবা যাতে আরও বেশী বেশী করে পায় সেজন্য হাসপাতাল কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৬ষ্ঠ তলা ভবন নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তারই প্রেক্ষিতে আজকের এই ঢালাই অনুষ্ঠান।
এ সময় কার্যকরী কমিটির সহ-সভাপতি রণজিৎ কুমার সিংহ, যুগ্ম সম্পাদক ও নির্মাণ কমিটির সদস্য মোঃ শাহিনুর ইসলাম খান (শাহীন খান) নির্মাণ কমিটির সদস্য রেজোয়ান হোসেন চৌধুরী (রানা), কোষাধ্যক্ষ (ভারঃ) প্রেম নাথ রায়, নির্বাহী সদস্য শেখ আব্দুর রশিদ তোতা, বিধান চক্রবর্তী বাসু, এ্যাডঃ মোঃ রফিকুল ইসলাম ঘুটু ও কাশী কুমার দাস ঝন্টু উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে মোঃ রেজাউল করিম বলেন, দিনাজপুরের একমাত্র বেসরকারি মা ও শিশু হাসপাতাল হিসেবে ইতিমধ্যে উত্তরবঙ্গে পরিচিতি লাভ করেছে। দিনাজপুরবাসীর সার্বিক সহযোগিতা পেলে আমরা আরও উন্নতমানের চিকিৎসা প্রদান করতে পরব।