
কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে ফলতা থানা র অন্তর্গত মল্লিক পুরে কিছু ধর্মীয় পোস্ট করা হয়েছে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট হতে পারে। এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে কিছু অসামাজিক কার্যকলাপ ও মাদক দ্রব্য সেবন করা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে এবং তার পোস্ট করা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
এর ফলে এলাকায় শান্তি শৃঙ্খলা নস্ট হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এমন ঘটনা র যারা এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে এবং ডায়মন্ড হারবার মহাকুমা পুলিশ আধিকারিক সাকিব আহমেদ সাহেব। তাদের বক্তব্য যে কোন সাম্প্রদায়িক সম্প্রীতি নস্ট করার পোস্ট বন্ধ করতে হবে। এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন। সেই সঙ্গে ডায়মন্ড হারবার জেলা পুলিশের অধীনে কিছু উচ্চ বিদ্যালয় ও কলেজের সামনে ইভটিজিং এর মতো ঘটনা ঘটেছে।তা সুনিশ্চিত করতে এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জোনাল শ্রী মিতুন কুমার দে। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সবধরনের সহযোগিতা করবেন বলে জানিয়েছেন।
সেই সঙ্গে এলাকার সাধারণ মানুষের কাছে আবেদন করেছেন যে কোন গুজব ও মিথ্যাচার এবং মিথ্যা পোস্ট এর শিকার না হয়ে প্রকৃত ঘটনা জানতে দ্রুত পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। সাধারণ মানুষ কে সচেতন হতে হবে। অসামাজিক কার্যকলাপ বন্ধ করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।।