
মণিরামপুর প্রতিনিধিঃ
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্রদল সরাসরি ভূমিকা রেখেছিলো। শুধু ছাত্রদল না ছাত্র রাজনীতির বিভিন্ন সংগঠনের ছত্র-ছাত্রীরা সেদিন ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে রুখে দাড়িয়েছিলো। তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া ঐতিহাসিক ৫ই আগষ্টের বিজয় র্যালিতে মণিরামপুর উপজেলা,পৌর ও কলেজ শাখার নেতৃবৃন্দ ও কর্মীদের অংশগ্রহণে উজ্জীবিত ছিলো মণিরামপুর ছাত্রদল।
উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ অলিয়ার রহমান ও পৌর ছাত্রদলের আহব্বায়ক এম এম কামরুজ্জামানের নেতৃত্বের বিজয় মিছিলে বিভিন্ন প্লাকার্ড,জাতীয় পতাকা ও করোতালির ছন্দে মণিরামপুর সরকারি কলেজ ছাত্রদল যুক্ত হয়ে বিজয় মিছিলকে আরো প্রানবন্ত করে তোলে।
গত ৫ই আগষ্ট বিকালে বিজয় মিছিলটি মণিরামপুর বাজারের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে শুভেচ্ছা সমাবেশে মিলিত হয়।
একান্ত স্বাক্ষাতকারে উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ অলিয়ার রহমান তার কর্মীদের উপর আস্থা রেখে জানান,জাতীয়তাবাদী ছাত্রদলের অগ্রণী ভূমিকায় দেশ আজ ফ্যাসিস্ট মুক্ত হয়েছে। যদি আবারও কোন ফ্যাসিস্ট বাংলাদেশে সৈরচারী অধিপত্যে বিস্তার করতে চাই তাহলে দেশের সাধারণ মানুষের অধিকার আদায়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাথে মণিরামপুর উপজেলা ছাত্রদল একতাবদ্ধ থাকবে।