
হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ:
শহরকে ময়লা ও দূর্গন্ধ মুক্ত রাখতে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ পৌর এলাকার গুরুত্বপূর্ণ ১৩ টি স্থানে পৌর কর্তৃপক্ষ ময়লা ফেলার জন্য ১৬ টি প্লাস্টিকের ডাস্টবিন স্থাপন করেছে। এর মাধ্যমে যত্রতত্র ময়লা অবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারবে পৌরবাসী। ময়লা ফেলার জন্য নির্দিষ্ট কোন স্থান না থাকায় পৌর এলাকা জনগণ বিভিন্ন জায়গায় ময়লা ফেলার কারণে পরিবেশ নোংরা ও দূর্গন্ধের সৃষ্টি হতো, যা পৌরবাসীর জন্য খুব বিব্রতকর ছিল। ডাস্টবিন স্থাপনের মাধ্যমে সেবার মান উন্নত হলো।
প্রথম পর্যায়ে পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা মাহমুদ হোসেন বলেন, পৌরসভার মধ্যে ময়লা ফেলা আমাদের জন্য খুবই কষ্টকর ছিলো। নির্দিষ্ট কোন জায়গা না থাকা এবং পৌরসভার ময়লা নেওয়ার গাড়ী নিয়মিত না আসার কারণে ময়লা ফেলার জন্য আমাদের অনেক দূরে যেখানে সেখানে ময়লা ফেলতে হতো, এই ডাস্টবিনের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে পারবো যেটা আমাদের ও পরিবেশের জন্য উপকার।
পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী অফিসার দেদারুল আলম জানান, পৌরসভাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে আমাদের এই উদ্যোগ। প্রথম অবস্থায় আমরা অল্পকিছু জায়গায় দিয়েছি যেটা পর্যায়ক্রমে প্রয়োজনমতো সব জায়গায় দেওয়া হবে। পৌর এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার দায়িত্ব আপনার আমার সকলের। পৌরসভার সকল নাগরিক ও ব্যবসায়ীদের পরিচ্ছন্নতা আইন রক্ষায় এগিয়ে আসারও অনুরোধ জানান তিনি।