
বিশ্ব ভালোবাসা দিবসে নড়াইলে স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন
সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি:
বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে নড়াইলের স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন এবারও বৃদ্ধাশ্রম ও গুচ্ছগ্রামের বাসিন্দাদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন করেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) নড়াইল সদরের ‘বেলা শেষে’ বৃদ্ধাশ্রমে কেক কাটা, নতুন পোশাক উপহার, উন্নতমানের খাবার পরিবেশন, খেলাধুলা, পুরস্কার বিতরণ এবং সংগঠনের সেরাকর্মী সম্মাননা প্রদান করা হয়। এতে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের পাশাপাশি গুচ্ছগ্রামের সুবিধাবঞ্চিত নারী-পুরুষও অংশ নেন।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস। সভাপতিত্ব করেন স্বপ্নের খোঁজে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মির্জা গালিব সতেজ এবং সঞ্চালনা করেন সাংবাদিক আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুর রশিদ লাবলু, উপদেষ্টা ফয়সাল মুস্তারী, ব্যাংক কর্মকর্তা খায়রুজ্জামান ও স্কুলশিক্ষক মোহাম্মদ সবুর।
মির্জা গালিব সতেজ বলেন, “বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে আমরা বৃদ্ধাশ্রমের বয়োবৃদ্ধদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছি। বেলুন ফাটানো, বালিশ বদল খেলা, কেক কাটা, উপহার বিতরণসহ নানা আয়োজন ছিল।”
২০১৭ সালে প্রতিষ্ঠিত স্বপ্নের খোঁজে ফাউন্ডেশন প্রতিবছর ভালোবাসা দিবসে এমন মানবিক উদ্যোগ নিয়ে থাকে। সংগঠনটি মূলত সুবিধাবঞ্চিত ও বেদে সম্প্রদায়ের শিশুদের উন্নয়নে কাজ করছে।
বিশেষ নোট: টেকনোলজি সম্পর্কে জানতে