
ইমরান হোসেন, যশোর জেলা প্রতিনিধি :
যশোরের কেশবপুরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত ব্যবস্থা গ্রহণ করেছে।
২৩ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) আনুমানিক বিকেল সাড়ে ৫টার দিকে যশোর–০৬ (কেশবপুর) সংসদীয় আসনে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সোহাইব হাসান আকন্দের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে কেশবপুর উপজেলার পাবলিক মাঠে অবস্থিত গাছ ও জনসাধারণের জন্য ব্যবহৃত বৈদ্যুতিক ল্যাম্পপোস্টে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচনী পোস্টার টাঙানো অবস্থায় পাওয়া যায়। জনস্বার্থ সংশ্লিষ্ট এসব স্থানে পোস্টার লাগানো নির্বাচন আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হয়।
এ ঘটনায় ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তার পক্ষে প্রধান নির্বাচনী পরিচালনা এজেন্ট ও উপজেলা বিএনপির সেক্রেটারি আব্দুর রাজ্জাক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সকল প্রার্থী ও তাদের সমর্থকদের নির্বাচন কমিশনের নির্ধারিত আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



