
মণিরামপুর প্রতিনিধিঃ
অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন।
মণিরাপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার তত্বাবধানে ও মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক সদস্যদের সহযোগিতায় বৃহস্পতিবার ১৫ই জানুয়ারি বিকালে খানপুর ইউনিয়ন পরিষদের তালিকাভুক্ত অসহায় শীতার্তদের মাঝে উপস্থিত থেকে কম্বল বিতরণ সূচনা করেন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য এস এম তাজাম্মুল।
খানপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মিলন কুমার মল্লিকের ব্যাবস্থাপনায় কম্বল বিতরনের উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি মোঃ সরোয়ার হোসেন,মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের নাহিদ হাসান সহ স্থানীয় বিভিন্ন গণমান্য ব্যাক্তিবর্গ।
উপজেলা প্রাশাসনের কম্বল পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগী সাধারণ মানুষ। কম্বল বিতরণ সহ জনসাধারণের জন্য উপজেলা প্রশাসনের এ সমস্ত মানবিক কাজ চলমান থাকবে বলে জানিয়েছেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন।



