
স্টাফ রিপোর্টার:
যশোরের মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া কলেজের সৌন্দর্য ও সবুজ পরিবেশ পুনরুদ্ধারে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রমজান আলী।
বহু বছর অবহেলিত থাকা কলেজ ক্যাম্পাসকে নতুন করে সবুজে সাজাতে তিনি নিজ উদ্যোগে রোপণ করেছেন ১০৮টি বিভিন্ন প্রজাতির গাছের চারা।
১৯৯৯ সালে যাত্রা শুরু হওয়া ঢাকুরিয়া কলেজটি ২০০২ সালে অনুমোদন পায়। প্রথমদিকে ছয় কক্ষের আধাপাকা ভবন থাকলেও বর্তমানে চার তলা বিশিষ্ট ভবন নির্মিত হয়েছে। তবে দীর্ঘ ২৭ বছরে কলেজ ক্যাম্পাসে বড় পরিসরে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়নি। সেই শূন্যতাই পূরণে এগিয়ে এলেন প্রভাষক রমজান আলী।
গত বুধবার (৩ ডিসেম্বর) সকালে তিনি ফুল, ফল, বনজ ও ঔষধিসহ নানান জাতের শতাধিক চারা নিয়ে কলেজে আসেন। পরে কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সেগুলো ক্যাম্পাসের বিভিন্ন স্থানে রোপণ করেন।
শুধু কলেজেই নয়, সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় যশোর সদরের সতীঘাটা থেকে কুয়াদা বাজার পর্যন্ত সড়কের দুই ধারে বৃক্ষরোপণেও যুক্ত ছিলেন তিনি। সেখান থেকেই তার সবুজ অভিযাত্রার শুরু।
এছাড়া কামালপুর মুক্তেশ্বরী নদীর দুই ধারেও তিনি লাগিয়েছেন অসংখ্য গাছের চারা। উল্লেখ্য, ২০০২ সালে কলেজ অনুমোদনের বছরেই তিনিই প্রথম ক্যাম্পাসে চারা রোপণের উদ্যোগ নেন, যদিও বর্তমানে সেই গাছগুলোর মধ্যে একটি মাত্র বেঁচে আছে।
গাছ লাগানোর অনুপ্রেরণা সম্পর্কে জানতে চাইলে প্রভাষক রমজান আলী বলেন
জীবজগতের জন্য আল্লাহর শ্রেষ্ঠ উপহার হলো গাছ। একটি গাছ যেন এক প্রাণ। পরিবেশ রক্ষা ও জীবনের ভারসাম্য বজায় রাখতে গাছের বিকল্প নেই।
তিনি আরও জানান, কলেজের সৌন্দর্য ফেরাতে নিজ অর্থায়নে ও সবার সহযোগিতায় এই উদ্যোগ নিয়েছেন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ তাপস কুমার কুন্ডু বলেন প্রভাষক রমজান আলী দীর্ঘদিন ধরে কলেজ ক্যাম্পাসে গাছ লাগিয়ে আসছেন। আজ তার উদ্যোগে ১০৮টি চারা রোপণ করা হয়েছে। এতে কলেজ ক্যাম্পাসের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।




