
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইল নবাগত জেলা প্রশাসক ড. আব্দুল সালামের সাথে সদর উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের সূধীজন মুক্তি যোদ্ধা ও সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ নভেম্বর (রবিবার) সকালে নড়াইল সদর উপজেলা পরিষদের আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা প্রকৌশলী, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুন্নেছা সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যাক্তি বর্গ।
মত বিনিময় সভা শেষে নবাগত জেলা প্রশাসক ড. আব্দুল সালাম উপজেলা পরিষদের নব নির্মিতি ভবন ঘুরে দেখেন এবং উপজেলা পরিষদ চত্তরে একটি চারা বকুল গাছ রোপন করেন।



