Friday, January 16, 2026

নড়াইলে মি”থ্যা অভি”যোগের প্রতি”বাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে আনিচ শেখ ও খুরশিদের আনা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন (অঃ) সেনা সদস্য কামরুল ইসলাম সরদার।

২৯ নভেম্বর (শনিবার) বেলা ১১টায় শহরের কুড়িগ্রাম এলাকায় নিজ বাড়িতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন—কুবাদ মোল্যা, মিল্টন কাজী ও জয়নাল শেখ।

লিখিত বক্তব্যে কামরুল ইসলাম সরদার বলেন, গত ২৬ নভেম্বর বুধবার সকালে ভীতি ও অর্থের লোভ দেখিয়ে কিছু লোককে জড়ো করে আনিচ শেখ, খুরশিদ মোল্যা, নাজিম মোল্যা, উজ্জ্বল মোল্যা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কয়েকজন লোক মানববন্ধন করেন।

মানববন্ধনে মিথ্যাভাবে অভিযোগ করা হয় যে, আমি (কামরুল) ও কুবাদ মোল্যার বিরুদ্ধে তাদের বাড়ির আঙ্গিনায় ককটেল রেখে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে।

এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত এবং আমাদের সমাজে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা।

তিনি আরও বলেন, এটি তৃতীয় পক্ষের স্বার্থ হাসিলের ষড়যন্ত্র বলেই আমরা মনে করি। এ ধরনের ঘৃণিত ঘটনায় আমরা কেউই জড়িত নই। পূর্ব শত্রুতার জেরে মিথ্যাচার করে আমাদের মানসম্মান নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। আমরা এসব মিথ্যা ও বানোয়াট বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি, নিন্দা জানাচ্ছি এবং জোর প্রতিবাদ জানাচ্ছি।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, নাজিম ও উজ্জ্বল মোল্যা অস্ত্রধারী সন্ত্রাসী। ২০১৬ সালে তাদের ছোড়া সর্টগানের গুলিতে সরফরাজ শেখ, হুমায়ুন সরদার, আলউদ্দিন মোল্যা ও ফুরকান সরদার মারাত্মকভাবে আহত হন। এরা আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলিসহ র‍্যাবের কাছে আটক হয়েছিল।

এছাড়া ২০২৫ সালে যৌথবাহিনী কর্তৃক আটক হয় নাজিম মোল্যা, চঞ্চল মোল্যা, আসাদ মোল্যা ও আনিচ শেখ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি সর্টগান, ৩২টি খালি খোসা, ১২টি তাজা বুলেট এবং বোমা ও গুলি তৈরির উপকরণ উদ্ধার করা হয়।

উজ্জ্বল মোল্যা বর্তমানে কালিয়া থানার জি.আর. ১২ নাশকতা মামলার আসামি বলেও লিখিত বক্তব্যে দাবি করা হয়।

কামরুল সরদার বলেন, পুরুলিয়ার এই সংকটময় পরিস্থিতিতে তৃতীয় শক্তির অপচেষ্টা রুখতে সবার সজাগ থাকা জরুরি। পাশাপাশি পুলিশ সুপারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...

মা হারা মেছো বিড়াল শাবকটি বন বিভাগে হস্তান্তর করলেন ইউএনও

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলা থেকে উদ্ধার হওয়া মেছো বিড়াল শাবকটি পরম মমতায় বন বিভাগের কাছে হস্তান্তর করেছে...

নড়াইলে ভূ’য়া ওয়ারেশকামি দিয়ে জমি বিক্রির অভি”যোগ পরিতোষ বিশ্বাসের বি”রুদ্ধে

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর পৌরসভার চার নং ওয়ার্ডের দূর্গাপুর ডুমরতলার ৭৫ নং মৌজার ৬০১ খতিয়ানের এসে ৩১০৪ নং দাগের...