
মোঃ মাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার লস্করহাটি মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় অংশগ্রহণ করে রিসিকুল ইউপি দল ও দেওপাড়া ইউপি দল।
শুক্রবার (১৪ নভেম্বর ) সকাল ১০ টায় বাসুদেব পুর ইউনিয়নের লস্করহাটি উচ্চ বিদ্যালয় মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ। আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি শামসুল ইসলাম, সমাজসেবা অফিসার মোহাঃ আব্দুল মানিক, মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফার ইয়াসমিন, মৎস্য অফিসার অহেদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এ, কে, এম মমিনুল হক, গোদাগাড়ী বণিক সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান মিলন, বাসুদেবপুর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, সাবেক গোদাগাড়ী পৌর ছাত্রদলের সভাপতি, সাবেক গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি, বিএনপির সদস্য ও গোদাগাড়ী উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মমিনুল হক রনক, ধারাভাষ্যকার তৌহিদুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম, সারোয়ার সবুজ, শাহালাল ইসলাম, অলিউল্লাহ, মাসুদ আলম জালাল হোসেন প্রমূখ।
ফুটবল টুর্নামেন্টে উপজেলার রিসিকুল ইউপি দল ০-২ ও দেওপা ইউপি দল ০-১ গোল দিতে সক্ষম হয়। এতে দেওয়া ইউপি দল ০-১ গোলে পরাজিত হয়।
খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেছেন তৌহিদুল ইসলাম।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফয়সাল আহমেদ বলেন, খেলা আয়োজন করার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের যে খেলোয়াররা আছে তাদের সেই সুযোগ করে দেওয়া হয়েছে। এই খেলাধুলার মাধ্যমে আমরা চাচ্ছি গোদাগাড়ীতে কিভাবে মাদকমুক্ত করা যায়, তারুণ্যকে কিভাবে উজ্জীবিত করা যায়, এজন্য আমরা শুধু ফুটবল না অন্যান্য যে খেলা আছে, যেমন ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল, ক্রিকেট ঐ ইভেন্টগুলো আমরা আয়োজন করবো।
এর মূল উদ্দেশ্য হলো আমাদের ছেলেমেয়েদের ইংগেজ করা।যাতে তারা পড়াশোনা ও খেলাধুলার মধ্যে থাকতে পারে। এই প্রত্যাশা রেখেই আমরা এগিয়ে যাচ্ছি।



