
রিপন বগুড়া জেলা প্রতিনিধি:
জনসচেতনতা বাড়াতে ও দূর্ঘটনা এড়াতে বগুড়া হাইওয়ে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ রবিবার সকাল থেকে শুরু হওয়া এই বিশেষ অভিযান চলে দুপুর পর্যন্ত। মহাসড়কের বারপুর মোড় থেকে শুরু হওয়া এই অভিযান চারমাথা এলাকায় যেয়ে শেষ হয়।
বগুড়া হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (এডিশনাল ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) মোঃ শহিদ উল্লাহ্ এর সার্বিক নির্দেশনায় উক্ত অভিযানে অংশ নেন কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ও সঙ্গীয় অফিসার ফোর্সবৃন্দ। এসময় কোন কারণ ছাড়ায় মহাসড়কের উপরে অবৈধভাবে পার্কিং করে রাখা গাড়ীর বিরুদ্ধে ১০টি প্রসিকিউশন মামলা দায়ের করা হয়৷
হাইওয়ে বগুড়া রিজিয়নের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদন্নোতি প্রাপ্ত) মোঃ শহিদ উল্লাহ্ বলেন, এই অভিযানটি মূলত মামলা দায়েরের জন্য নয়। গাড়ির চালক ও সহযোগীদের সচেতন করতে আমাদের এই বিশেষ অভিযান।
সাধারণমানুষ যাতে নিরাপদে পথ চলতে পারে এটিই আমাদের মূল লক্ষ্য। সকল প্রকার দুর্ঘটনা প্রতিরোধে ও মহাসড়কের শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ন বদ্ধপরিকর।



