
রিপন বগুড়া প্রতিনিধি ঃ
২০২৫-২৬ অর্থবছরের রবি মৌসুমে আগাম শীতকালীন শাকসবজি (বসতবাড়ি ও মাঠে), সরিষা, গম, শীতকালীন পেঁয়াজ, মসুর, খেসারী, অড়হর এবং চিনাবাদাম আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়ার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব হোসনা আফরোজা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর), খামারবাড়ি, বনানী, বগুড়া কৃষিবিদ জনাব সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আব্দুল ওয়াজেদ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমত জাহান।
বক্তারা বলেন, কৃষি অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের প্রণোদনা দিয়ে ফসল উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, আমদানি নির্ভরতা কমানো এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করাই সরকারের অন্যতম লক্ষ্য। কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের ফলে উৎপাদন বৃদ্ধি পাবে এবং তারা আগাম শাকসবজি ও রবি ফসল চাষে উৎসাহিত হবেন।
অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।