Friday, January 16, 2026

রৌমারীতে ক্লাস চলাকালিন সময়ে শিক্ষার্থীদের নিয়ে মানব’বন্ধন

Date:

Share post:

লিটন সরকার রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি :

রৌমারী উপজেলার বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ক্লাস চলাকালিন সময়ে মানববন্ধন করানোর অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান এর বিরুদ্ধে।

রবিবার সকাল সোয়া ১১ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মানববন্ধন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন মো. আবুল কালাম আজাদ, মো. হুমায়ুন কবীর, বীর আবুল কালাম আজাদ, পল্লি চিকিৎসক নজরুল ইসলাম বাচ্চু প্রমূখ।

জানা যায়, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাইটকামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ করে ওই বিদ্যালয়ের সহকারি শিক্ষক নুর মোহাম্মদ মোল্লা ও সহকারি শিক্ষিকা ইশরাত জাহানকে অকথ্য ভাষায় গালিগালাজসহ নানা প্রকার ভয়ভীতি ও বসতবাড়ি ভেঙ্গে দেওয়ার হুমকি প্রদান করে এবং উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি করেন। পরে অন্যান্য শিক্ষকরা এগিয়ে এসে পরিস্থিতি স্বাভাবিক করেন। এঘটনাকে কেন্দ্র করে ওই দিন রাতে নুর মোহাম্মদ বাদী হয়ে তিনজনকে বিবাদী করে রৌমারী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানায় অভিযোগ করায় প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান আরো ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে অভিযোগ প্রত্যাহার ও সহকারি শিক্ষক দুইজনের বদলী চেয়ে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এর উদ্যোগে তার বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জোর করে মানববন্ধনে অংশ গ্রহণ করায়। শিক্ষার্থীদের নিয়ে মানববন্ধন করায় তাদের অভিভাবকরা হতবাক হয়েছেন।
ষষ্ঠ শ্রেণির ছাত্রী বিথি আকতার জানায়, তাদের দিয়ে জোর করে স্কুলের সামনে মানববন্ধন করানো হয়েছে। অভিবাবক মো. নজরুল ইসলাম জানান, তাদের সন্তানদের স্কুলে দিয়েছেন পড়াশোনার জন্য। কিন্তু স্কুলের লোকজন তাদের দিয়ে জোর করে মানববন্ধন করিয়েছেন। একজন শিক্ষকের পক্ষ নিয়ে অন্য একজন শিক্ষকের বিরুদ্ধে অবুঝ সন্তানদের ব্যবহার করা মোটেই ঠিক করেনি।

কিন্তু আমাদের সন্তানদের নিয়ে ব্যক্তি স্বার্থ উদ্ধারে মানববন্ধন করিয়েছেন। আমরা এর তীব্র প্রতিবাদ। বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান শিক্ষার্থী নিয়ে মানববন্ধন করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, স্কুল চলাকালিন সময়ে ছাত্র-ছাত্রীদের নিয়ে মানববন্ধন করা ঠিক-বেঠিক আমি জানিনা। আপনারা নিউজটা ভাইরাল করিয়েন না। এটা নিয়ে মিমাংসার আলোচনা চলছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রউফ জানান, বাইটকামারী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানববন্ধন বিষয়ে আমাকে কিছু জানায়নি এবং স্কুল চলাকালিন সময়ে শিক্ষার্থীদের নিয়ে বিদ্যালয়ে মানববন্ধন করা সম্পর্ণ অবৈধ।

খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী অফিসার উজ্জল কুমার হালদার বলেন, এবিষয়ে কিছু জানিনা, তবে খোজ নিয়ে ঘটনার সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...

মা হারা মেছো বিড়াল শাবকটি বন বিভাগে হস্তান্তর করলেন ইউএনও

হুমায়ুন কবির,কালীগঞ্জ(ঝিনাইদহ) : ঝিনাইদহ সদর উপজেলা থেকে উদ্ধার হওয়া মেছো বিড়াল শাবকটি পরম মমতায় বন বিভাগের কাছে হস্তান্তর করেছে...

নড়াইলে ভূ’য়া ওয়ারেশকামি দিয়ে জমি বিক্রির অভি”যোগ পরিতোষ বিশ্বাসের বি”রুদ্ধে

নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর পৌরসভার চার নং ওয়ার্ডের দূর্গাপুর ডুমরতলার ৭৫ নং মৌজার ৬০১ খতিয়ানের এসে ৩১০৪ নং দাগের...