
মণিরামপুর প্রতিনিধিঃ
মণিরামপুরে যথাযথ ভাবে উৎযাপিত হয়েছে ২০২৫ইং এর জাতীয় কন্যাশিশু দিবস। দিবসটি উপলক্ষে ব্রাক বাংলাদেশের সহযোগিতায় মণিরামপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা ও আলোচনা সভা।
মণিরামপুর পৌরসভা বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত জাতীয় কন্যাশিশু দিবস ২০২৫ইং উপলক্ষে এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না। স্বপ্নগড়ি,সাহসে লড়ি,দেশের কল্যানে কাজ করি” এ স্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় কন্যাশিশু’র অধিকার,ক্ষমতা ও আইনি সহায়তার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন আগত অতিথিরা।
বুধবার বেলা ১২টায় অনুষ্ঠিত জাতীয় কন্যাশিশু দিবসের অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের মোঃ রেজাউল ইসলাম,ব্রাক বাংলাদেশের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীরা।