
মুহাঃ মোশাররফ হোসেন, নিজস্ব প্রতিবেদক :
যশোরের অনিরামপুরের ভবদহ মহাবিদ্যালয় প্রাঙ্গণে সোমবার (৬ অক্টোবর) বিকেলে জলাবদ্ধতা নিরসন ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে অনুষ্ঠিত হয় এক বিশাল জনসভা। হাজারো মানুষের উপস্থিতিতে আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন যশোর অঞ্চলের তিন আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া-বসুন্দিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক গোলাম রসুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর-৬ (কেশবপুর) আসনের প্রার্থী অধ্যাপক (অব.) মুক্তার আলী। বক্তৃতার মাঝেই ভেসে আসে আসরের আযানের ধ্বনি। মুহূর্তেই থেমে যায় মাইকে বক্তব্য, নীরব হয়ে যায় পুরো মাঠ। কেউ নির্দেশ না দিয়েই হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে নামাজের প্রস্তুতি নেন। মাঠের এক পাশে অস্থায়ীভাবে নামাজের জামাতের আয়োজন করা হয়, যেখানে বক্তা থেকে শুরু করে সাধারণ অংশগ্রহণকারী—সবাই একসঙ্গে নামাজে অংশগ্রহণ করেন।
নামাজ শেষে পুনরায় শুরু হয় সমাবেশের দ্বিতীয় পর্ব। সভাপতিত্ব করেন কেশবপুরের সুফলাকাটি ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান এস এম মঞ্জুর রহমান। নামাজ শেষে অ্যাডভোকেট গাজী এনামুল হক বলেন, “আযানের ধ্বনি আমাদের ঐক্যের প্রতীক। আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমেই ভবদহবাসীর মুক্তি সম্ভব। বক্তারা ভবদহ অঞ্চলের দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান, টিআরএম প্রকল্প বাস্তবায়ন এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত পুনর্বাসনের দাবি জানান।
সমাবেশ শেষে আন্দোলনকারীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ভবদহ এলাকা।
আযানের ধ্বনি ও নামাজের সেই মুহূর্ত ভবদহে যেন এক অনন্য বার্তা ছড়িয়ে দেয়— আন্দোলনের মধ্যেও ঈমানই সর্বোচ্চ।