
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ
লোকে লোকারণ্য সমস্ত মাদ্রাসার ক্যাম্পাসের বেষ্টনী। শনিবার (৪ই অক্টঃ) দুপুর ২টায় মণিরামপুর পৌরশহরের ফাযিল মাদ্রাসার ক্যাম্পাস চত্বরে সে উপস্থিতি গেট পার হয়ে রাস্তায় ঢল নেমেছিলো।
অনেকেই অংশ গ্রহন করতে না পেরে ২য় বারের জানাযার নামাজে আশায় থেকে ভীড় জমিয়েছেন প্রিয় ব্যাক্তিত্ব বিএনপির সদ্য প্রয়াত নেতা আলহাজ্ব মোঃ মুছার মৃত দেহ দেখবার আশায়। সাবেক উপজেলা চেয়ারম্যান, যশোর জেলা বিএনপির সহ সভাপতি ও দক্ষিনাঞ্চলের রাজনৈতিক কিংবদন্তি বিএনপি নেতা মোঃ তরিকুল ইসলামের একনিষ্ঠ রাজনৈতিক ব্যাক্তি মোঃ মুছা’র মৃত্যুতে মণিরামপুর উপজেলা বিএনপি হারিয়েছে এক মেধাবী নেতাকে। যার শোকে গভীরভাবে শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে উপজেলা বিএনপির কার্যক্রম।
বরেন্য এ রাজনৈতিক নেতার মৃত্যুতে উপজেলা,জেলার পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত এক শোক বার্তায় যশোর জেলা বিএনপির সাবেক সহ সভাপতির মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি। প্রবীণ বিএনপি নেতা মোঃ মুছা’র প্রতি শেষ শ্রদ্ধা জানাতে মণিরামপুরে ছুটে যান বিএনপির দক্ষিনাঞ্চলের সাংগঠনিক অনিন্দ্য ইসলাম অমিত,যশোর জেলা বিএনপি নেতা সাবেরুল হক সাবু,দেলোয়ার হোসেন খোকন,জেলা যুবদলের কামরুজ্জামান বাপ্পি,ছাত্রদলের সাবেক সভাপতি রওনক-উল ইসলাম শ্রাবণ সহ নিকটস্থ প্রত্যেক উপজেলা হতে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মণিরামপুর উপজেলা বিএনপির কার্যালয় ও বাজারের রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপস্তিতির গুরুত্ব পূর্ণ জনবহুল এলাকা ঘুরে এ প্রতিবেদন প্রস্তুতের সময়ে দেশ্যমান যে, নেতাকর্মীদের গম্ভীরতা প্রমান করে কতটা শোকাহত হয়ে পড়েছে বিএনপির বিভিন্ন দলের নেতৃবৃন্দরা! এ দিকে শনিবার ১ম জানাযার নামাজের পর সদ্য প্রয়াত নেতার গ্রামের বাড়িতে বেলা ১১টায় ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হয় আলহাজ্ব মোঃ মুছা’র। হাজার হাজার নেতাকর্মীদের চোখের পানি আর অসংখ্য গুনগ্রহীর চাপা কান্নার নিস্তব্ধতা বলে দেয় কাকে হারিয়েছে মণিরামপুর বাসী।
অপরদিক রবিবার বিকালে যশোর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মোঃ মুছা’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল সফল করতে মনিরামপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মনিরামপুর পৌর বিএনপি’র সভাপতি মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে রবিবার বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে সভাপতি এড শহীদ মোহাম্মদ ইকবাল হোসেন।
উক্ত মতবিনিময় সভায় এ সময় আরো উপস্থিত ছিলেন, মণিরামপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু,পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল হাই, উপজেলা সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান মফিজ, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি বাবু সন্তোষ স্বর,সহ-সভাপতি এড মকবুল ইসলাম, মোতালেব গাজী,এড.মুজিবার রহমান,সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিস্তার ফারুক,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুজ্জামান শান্ত, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান,আবু বক্কর সিদ্দিক,পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোনায়েম মোড়ল,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস, জুলফিকার আলী ভুট্টো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মুক্তার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল গাজী, উপজেলা ছাত্রদলের আহবায়ক ওলিয়ার রহমান সহ বিএনপি যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় এমন নিস্তব্ধতা আগে কখনো দেখা যায়নি কোন আয়োজনে। উপজেলা বিএনপির সভাপতি এড শহীদ মোঃ ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু সহ উপস্থিত সকলেই গভীর শোকে আচ্ছন্ন। অল্প সময়েই সীমীত পরিসরেই শেষ হয় শোক সভা আয়োজনকে সফল করতে অনুষ্ঠিত মতবিনিময় সভা।