
মোঃ রিপন ইসলাম বগুড়া প্রতিনিধির ঃ
বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল নক-আউট টুর্নামেন্ট-২০২৫। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল ৪টায় সদর উপজেলার মাটিডালী ক্রীড়া চক্রের খেলার মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব আলহাজ্ব মোঃ ইকবাল হোসেন (রাজু)।
টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি, সাবেক কাউন্সিলর ও শহর যুবদলের সাবেক সভাপতি জনাব মোঃ মাসুদ রানা (মাসুদ)।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ মতিয়ার রহমান (স্বাধীন), সাধারণ সম্পাদক, ১৭নং ওয়ার্ড বিএনপি, বগুড়া জেলা জুয়েলাস এসোসিয়েশন এর সাধারন সম্পাদক জনাব মোঃ ফিরোজ আহমেদ (বাবু)মোঃ রঞ্জু (মন্ডল) ১৭নংওয়ার্ড বিএনপি প্রচার সম্পাদক,মোঃ চাঁন মিয়া, মোঃরুবেল (হোসেন) ১৭নংওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি,
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাবেক ছাত্রনেতা ও ১৭নং ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মোঃ নজরুল ইসলাম।
উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করে মাটিডালী পশ্চিম পাড়া সুপারস্টার বনাম ভিআইপি স্পোর্টিং ক্লাব বড়গোলা বগুড়া।
মাঠে দুই দলের আক্রমণ-প্রতি আক্রমণে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
আয়োজক মাটিডালী পশ্চিমপাড়া ক্রীড়া চক্রের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় যুবকদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।