
শরিফুল খান প্লাবন:
শ্রীনগরে ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
২৪সেপ্টেম্বর বিকেল ৬টায় ষোলঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়।পরবর্তী তে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পদপ্রার্থীরা তাদের সমর্থক ও কর্মীদের নিয়ে স্লোগান দিতে দিতে কর্মী সভায় যোগদান করেন।
এতে আহ্বায়ক প্রার্থী হিসেবে মিছিলের বহর নিয়ে উপস্থিত হয় জাকির হোসেন,পাভেল হোসেন,সদস্য সচিব প্রার্থী হিসেবে উপস্থিত হয় জহির,নিশাত ও যুগ্ম আহ্বায়ক হিসেবে আবুল মাইজভান্ডারি ও শাহিন।
শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহমেদ রনি সভাপতিত্বে ও সদস্য সচিব ইমদাদুল হক রজিন এর সঞ্চালনায়
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইদ্রিস মিয়াজী (ভি পি মোহন)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এস এম জাহাঙ্গীর, সহ-সভাপতি নাছির আহম্মেদ মোল্লা, সহ-সাধারন সম্পাদক শাহ আলম রনি মৃধা,জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক ছিদ্দিক মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ঝন্টু।
আরো উপস্থিত ছিলেন,ষোলঘর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আল হাসান এবং সাধারণ সম্পাদক ফজলে রাব্বী রনি চৌধুরী,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, যুবদলের সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনসহ ইউনিয়ন বি এন পি ও অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।