
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
চলতি আমন মৌসুমে যশোরের বিভিন্ন ধানক্ষেতে ভয়াবহ ইঁদুরের উপদ্রব দেখা দিয়েছে। প্রতিদিনই ধানগাছ কেটে নষ্ট করছে ইঁদুরের দল। এতে করে উপজেলার বিভিন্ন এলাকার চাষিরা পড়েছেন চরম দুশ্চিন্তায়।
কৃষকরা নানা উপায়ে ইঁদুর নিধনের চেষ্টা করলেও তেমন কোনো সাফল্য মিলছে না। ক্ষেতের ধানগাছের শীষ বের হতে শুরু করার এ সময়টিতে ইঁদুরের দৌরাত্ম্যে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। ওষুধ প্রয়োগ থেকে শুরু করে প্রাকৃতিক নানা কৌশল অবলম্বন করেও ইঁদুর নিয়ন্ত্রণে আসছে না বলে অভিযোগ কৃষকদের।
সরেজমিনে রামনগর ইউনিয়নের বিভিন্ন মাঠে ঘুরে দেখা যায়, ধানগাছ কেটে ফেলছে ইঁদুর। কৃষকদের আশঙ্কা, ইঁদুরের এমন উপদ্রব অব্যাহত থাকলে চলতি মৌসুমে ধান চাষে ব্যাপক ক্ষতি হতে পারে।
রামনগর ইউনিয়নের কৃষক আবু খায়ের বলেন,
“ধানক্ষেতে দুইবার ইঁদুর মারার ওষুধ দিয়েছি। তবুও কোনো কাজ হয়নি। ক্ষেতের ধানগাছ প্রতিনিয়ত কেটে ফেলছে ইঁদুর। বিষ স্প্রে, জিংকফস পদ্ধতি, ফাঁদ – কোনো কিছুতেই কাজ হচ্ছে না। ইঁদুর তাড়াতে বাঁশে পলিথিন টাঙানো থেকে শুরু করে নানা কৌশল চেষ্টা করেছি। কিন্তু তবুও ক্ষতি বেড়েই চলেছে।”
এ বিষয়ে যশোর সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিয়া পারভিন ও হেমন্ত কুমার সরকার জানান,
“চলতি মৌসুমে উপজেলায় হাজার হাজার বিঘা জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে অনেক ক্ষেতে ইঁদুরের আক্রমণ দেখা দিয়েছে। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে কীটনাশক, বিষ টোপ এবং অন্যান্য কার্যকর পদ্ধতি ব্যবহার করে ইঁদুর দমন করার জন্য। মাঠপর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারাও নিয়মিত কাজ করছেন।”
কৃষকরা বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে এ বছর ইঁদুরের কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়বে যশোরের আমন ধান চাষ।