
ভারত থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম:
ভারতের স্বরাস্ট্র দপ্তরের মন্ত্রী ও কেন্দ্রীয় বিজেপি নেতা শ্রী অমিত শাহ আজ গুজরাট রাজ্যের সুরাটের ভারাচায় বহু কোটি টাকা ব্যয়ে নির্মিত ইস্কন মন্দিরের দ্বার উন্মুক্ত করে দেন।
সেই সময় তার সঙ্গে ছিলেন ভারতের গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রী ভুপেন্দ্রনাথ প্যাটেল ও ইস্কনের কর্মকর্তারা। শ্রী শ্রী কৃষ্ণের আরোধোনা ও জ্ঞান এবং গীতার বাণী কে প্রচার করার উদ্দেশ্যে এই মন্দিরটির নির্মাণ করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ও তার বানী চিরন্তন সত্য বলে মেনে নেন। তাদের কে সত্য ও জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে সহায়তা প্রদান করবেন ইস্কনের কর্মকর্তারা।
আজ যখন সুরাটের ভারাচায় ইস্কন মন্দিরের দ্বার উন্মোচন করলেন সেই সময় কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন। কড়া নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। বসানো হয়েছে সি সি টিভি ক্যামেরা।
আগামী দিনে এই মন্দির থেকে গীতা পাঠ শোনা যাবে ও জ্ঞানের আলো পরিধি বৃদ্ধি করতে সহায়তা করবে বলে জানিয়েছেন ইস্কনের কর্মকর্তারা।