
ক্যহলাচিং মারমা, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার সড়কের বরইতলী এলাকায় শান্তি যাত্রী গাড়ি – সিএনজি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
দুর্ঘটনাটি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) সকাল ৯ টায় এ দূর্ঘটনা ঘটেছে। স্থানীয় ও উদ্ধারকারী সেনাবাহিনী
(২০ ইসিবি) জানান, খাগড়াছড়ির হতে ছেড়ে আসা শান্তি গাড়ি বাস নং ঢাকা মেট্টো ( ব ১৪- ২৬১৮) একটি সিএনজি গাড়ি (চট্র মেট্টো (১৫-১১২৯) সংঘর্ষ হয়।
এতে রাস্তার ডান পাশ্বেই খাগড়াছড়ির হতে ছেড়ে আসা যাত্রীবাহী শান্তি গাড়ি ও সিএনজি গাড়িটি সংঘর্ষ হয়। এতে গাড়ি চালক মোঃ সাব্বির হোসেন (৪০) ফটিকছড়ি উপজেলা পূর্ব ফকিয়া গ্রামের রফিক পুত্র গুরুতর আহত হন।
সেনাবাহিনী (২০ইসিবি) সদস্যরা উদ্ধার করে মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা পর গুরুতর আহত হওয়ার চট্টগ্রামে প্রেরণ করা হয়েছে। সিএনজি যাত্রী আহতদের পারুল আক্তার (৫০) কবাখালী এলাকায় দিঘীনালা উপজেলা নিবাসী তার মাথা ও মূখে আঘাতপ্রাপ্ত।
মানিকছড়ি উপজেলায় কুমারী পাড়া বরেন্দ্র কার্বারী পুত্র ঞোহ্লা মারমা (৩২) নাকের এবং দুই হাত ভেঙে গেছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। জাকিয়া বেগম (৭০) উত্তর ধুরুং ফটিকছড়ি নিবাসী। তার হাত ও পায়ে গুরুত্বতর আহত তিনি। দিঘীনালা কবাখালী নিবাসী নুর মোহাম্মদ মেয়ে রোকেয়া বেগম (৫০) আহত হন। আহতদের মানিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ মোঃ মহি উদ্দিন চিকিৎসা দিচ্ছে।
মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি জব্দ করা হয়েছে।