Tuesday, November 4, 2025

চাঁদপুর জেলা নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

Date:

Share post:

মোঃ নুর-বীন আব্দুর রহমান রাহাত:

আজ ২০ সেপ্টেম্বর ২০২৫ (শনিবার): আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান এইড এন্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর চাঁদপুর জেলা শাখার নবগঠিত কমিটির আনুষ্ঠানিক পরিচিতি ও আলোচনা সভা উত্তর রঘুনাথপুর মাদ্রাসা আবু বক্কর সিদ্দিক (রাদিয়াল্লাহু তা’আলা আনহু) কমপ্লেক্সে সাফল্যের সাথে সম্পন্ন হয়।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা হয়। উপস্থাপনার দায়িত্ব পালন করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি জাকারিয়া মাহমুদ। সভার সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ আমিন মিয়া । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কো-চেয়ারম্যান মোঃ এনায়াত উল্লাহ শিপুল, এবং প্রধান বক্তা ছিলেন মহাসচিব অ্যাডভোকেট আবজাল হোসেন মৃধা। এছাড়া নির্বাহী পরিচালক, সাংগঠনিক সম্পাদকসহ কেন্দ্রীয় পর্যায়ের বেশ কয়েকজন জ্যেষ্ঠ দায়িত্বশীল নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

চাঁদপুর জেলা শাখার নবনির্বাচিত সভাপতি এডভোকেট মোঃ আমিন মিয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু হানিফা সহ ৩৭ সদস্যের কমিটির নেতৃবৃন্দও এই পরিচিতি সভায় যোগ দেন। শান্ত ও সৌহার্দ্যময় পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে মানবাধিকার রক্ষা ও বিকাশের প্রয়োজনীয়তা নিয়ে বিশদ আলোচনা উপস্থাপন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে কো-চেয়ারম্যান মোঃ এনায়াত উল্লাহ শিপুল বলেন, “মানবাধিকার রক্ষার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জন সম্ভব। সৃষ্টির সেবাই স্রষ্টার সেবার রূপ।” প্রধান বক্তা মহাসচিব অ্যাডভোকেট আবজাল হোসেন মৃধা কোরআন ও হাদিসের আলোকে মানবাধিকারের মৌলিক নীতিমালা নিয়ে গভীর ও প্রাঞ্জল আলোচনা করেন। তাঁর প্রাণবন্ত উপস্থাপনায় উপস্থিত নবাগত সদস্যরা অনুপ্রাণিত হন এবং নতুন উদ্যমে মানবাধিকারের আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের বিশেষ পর্বে কো-চেয়ারম্যানের মায়ের সুস্থতার জন্য খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরবর্তীতে অতিথিদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়, যা পুরো অনুষ্ঠানকে আরও স্মরণীয় ও হৃদয়স্পর্শী করে তোলে।

সভা শেষে আনুষ্ঠানিকভাবে ৩৭ সদস্যের চাঁদপুর জেলা নবগঠিত কমিটি ঘোষণা করা হয়, যা সংগঠনের স্থানীয় কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয়কে সুদৃঢ় করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের সম্মিলনী বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মাগুরা জেলা প্রশাসকের সচেতন মূলক আলোচনা 

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে-মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের...

যশোরের অভি”যানে বিপুল পরিমাণ ইয়া’বা ট্যাবলেটসহ মা”দক ব্যবসায়ী গ্রেফ”তার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে জেলা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের ২নং বাউলিয়া চাদপাড়া ওয়ার্ডের জয় স্টোরের সামনে...

বগুড়া শহর বিএনপির ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

রিপন বগুড়া জেলা প্রতিনিধি: সোমবার বিকেলে কালিবালা গ্রামে খানকা শরীফ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে বিশাল...

অবশেষে শার্শার-১ আসনে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: ৮৫ যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও...