
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলার আরবিএফএম ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে লাঞ্ছিত এবং সহকারী শিক্ষক এস এম জিয়াউল হককে মারধরের অভিযোগ উঠেছে। গত ৯ সেপ্টেম্বর বিদ্যালয়ে সাধারণ সভা চলাকালে এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরীফ তছিকুল ইসলাম পূর্বপরিকল্পিতভাবে মূল আলোচ্য বিষয় এড়িয়ে অপ্রাসঙ্গিক প্রসঙ্গ তোলেন। একপর্যায়ে তিনি বহিরাগত লোকজন নিয়ে ‘মব সৃষ্টি’ করে প্রধান শিক্ষক শরিফুল ইসলামকে লাঞ্ছিত করেন। এ সময় আতঙ্কে অধিকাংশ অভিভাবক সভাস্থল ত্যাগ করেন এবং অন্য শিক্ষকরা ভীত হয়ে পড়েন।
একই সভায় সমাজবিজ্ঞান বিষয়ের শিক্ষক আজিজুর রহমানের এমপিওভুক্তি সংক্রান্ত অভিযোগ প্রত্যাহারে সহকারী শিক্ষক এস এম জিয়াউল হকের ওপর চাপ প্রয়োগ করা হয়।
কিন্তু তিনি অভিযোগ প্রত্যাহারে রাজি না হলে বহিরাগতদের সহযোগিতায় তাকে মারধর করে বিদ্যালয় থেকে বের করে দেয়া হয় বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকে জিয়াউল হক ভয়ে বিদ্যালয়ে যেতে পারছেন না।
প্রধান শিক্ষক শরিফুল ইসলাম ১৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অন্যদিকে, শিক্ষক আজিজুর রহমানের অবৈধ এমপিওভুক্তির অভিযোগে এরই মধ্যে জেলা শিক্ষা অফিসার তদন্ত করেছেন এবং প্রতিবেদন খুলনায় প্রেরণ করেছেন। একই বিষয়ে জেলা প্রশাসকও তদন্ত করেছেন।
জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মহীউদ্দিন জানান, শিক্ষক আজিজুর রহমানের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, এখনো বিষয়টির নিষ্পত্তি হয়নি।
অন্যদিকে, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শরীফ তছিকুল ইসলাম দাবি করেন, সভায় হট্টগোলের সময় বিদ্যালয়ের বারান্দায় অবস্থানরত লোকজন শিক্ষক জিয়াউল হককে মারধর করেন।
তিনি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন এবং ঘটনাটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।