
মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে
শুক্রবার(৫আগষ্ট/২৫ ইং) সন্ধ্যায় থানার মাহমুদপুর বাজার মাঠ চত্বরে থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব রঞ্জু আহম্মেদ মুন্সির সঞ্চালনায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক ছানোয়ার হোসেন ছানু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন,
জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক(দপ্তরের দায়িত্বে) নাজমুল হক, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মইনুল ইসলাম রাষ্ট্র ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহারিয়ার মামুন রাজুসহ প্রমুখ।
কর্মী সভায় বক্তাগণ বলেন,দীর্ঘ ১৭ বছর আওয়ামী দুঃশাসনের সময় যারা শহীদ জিয়ার আদর্শকে হৃদয়ে লালন করে রাজপথে থেকে আন্দোলন করেছে, যারা জেল জুলুম অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছেন, একমাত্র শহীদ জিয়ার আদর্শে গড়া পরীক্ষিত সৈনিক তাদেরকে দিয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
এসময় শফিকুল ও লেবু তালুকদারের প্যানেলের বিশাল মিছিল বের করে কর্মী সভায় যোগ দিয়ে আহবায়ক কমিটির ফর্ম উত্তালন করেন।