
মোঃ লুৎফর রহমান লিটন সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজার এলাকায় দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় বেলাল হোসেন (৫০) নামে এক কিন্ডারগার্টেন শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের পিপুলবাড়িয়া বাজার মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বেলাল হোসেন সদর উপজেলার ঘোড়াচরা গ্রামের বাসিন্দা ও মফিজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষকতা করতেন।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, সকালে বেলাল হোসেন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, আমরা দেখলাম, শিক্ষক বেলাল সাহেব রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ সিরাজগঞ্জ শহরমুখী একটি সিএনজি খুব দ্রুত এসে তাকে ধাক্কা দেয়। ধাক্কা এত জোরে ছিল যে তিনি সঙ্গে সঙ্গেই রাস্তায় লুটিয়ে পড়েন। অটোরিকশাটি না থেমে দ্রুত পালিয়ে যায়।
আরেক প্রত্যক্ষদর্শী কলেজছাত্র মেহেদী হাসান জানান, দুর্ঘটনার পর বাজারের মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করার চেষ্টা করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করে বলেন, পিপুলবাড়িয়া বাজার এলাকায় সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা বেপরোয়া গতিতে চলাচল করে। বারবার দুর্ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
নিহতের স্বজনেরা জানান, বেলাল হোসেন প্রতিদিনের মতো সকালে স্কুলে যাওয়ার পথে এ দুর্ঘটনায় প্রাণ হারালেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।