
মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বরে একটি যাত্রীবাহী বাস উল্টে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত সুপারভাইজার হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি গ্রামের মৃত মহরম আলীর ছেলে হাসেম আলী (৬০)।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় এই ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, বগুড়া থেকে সিরাজগঞ্জগামী আশিক পরিবহনের একটি বাস হাটিকুমরুল গোলচত্বরের ৫০ মিটার আগে ঢাকাগামী লেনে বিপরীত দিকে দ্রুত ঘোরার সময় বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়।
খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় বাসের সুপারভাইজারের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনা কবলিত বাসটি রেকারের মাধ্যমে হাটিকুমরুল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।