
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর-এর ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট (শনিবার) দুপুর ১২টার দিকে নড়াইল জেলা গণঅধিকার পরিষদের আয়োজনে রূপগঞ্জ প্রেসক্লাব চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে সমাবেশে মিলিত হয়।
এ সময় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ইমাম হোসেন সেলিম এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মিলন এর সার্বিক সঞ্চালনা বক্তব্য প্রদান করেন জেলা সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, লোহাগড়া উপজেলা সভাপতি নজরুল ইসলাম, যুব অধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ, সাধারণ সম্পাদক তাহাজ্বত খান, শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল মোল্যা, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি আনিসুজ্জামান সোহাগসহ জেলা শাখার নেতা সোহেল, আল-আমিন প্রমুখ।
বক্তারা বলেন, নূরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলা গণতান্ত্রিক রাজনীতির ওপর নগ্ন আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।