
হুমায়ুন কবির কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় ২০২৫-২৬ রোপন মাড়াই মৌসুমে আগাম আখ রোপন, এসটিপি বেড স্থাপন, পরিস্কার পরিচ্ছন্ন আখ সরববাহের লক্ষ্যে চাষি উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মিলটির কৃষি বিবাগের আয়োজনে শনিবার বিকাল ৫টায় ঈশ্বরবা দাখিল মাদরাসা মাঠে স্থানীয় আখচাষিদের নিয়ে এ উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।
চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সোলাইমান হোসাইনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আ ন ম জোবায়ের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোচিক এর জিএম (কৃষি) গৌতম কুমার মন্ডল, ডিজিএম (সম্প্রসারন) তানজিমুল ইসলাম ও মোঃ রবিউল আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মিলের সাব জোন প্রধান দেবেন্দ্রনাথ মন্ডল।
অনুষ্ঠানে আখচাষ বিষয়ে মতামত তুলে ধরেন কৃষক ইমরান হোসেন মোল্লা, রমজাম আলী, রেজাউল ইসলাম, আব্দুল জলিল, মোঃ ঠান্ডু হোসেন এবং সাইদুর রহমান।