
এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ
পূর্ব নির্ধারিত সূচির আলোকে ২০২৫ইং সালের ক্যালেন্ডারের পাতায় ১৫ই আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় যশোরের মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। ৮১ বছর বয়সে পদার্পন করলেন বেগম খালেদা জিয়া।
মণিরামপুর উপজেলা বিএনপির ঘোষনা মোতাবেক বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিকাল ৪টাই আলোচনা সভা ও দোয়া মাহফিল সময় নির্ধারন থাকলেও তার অনেক আগে থেকেই ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ আসতে শুরু করে। পিক-আপ,থ্রী হুইলার, ইজিবাইক সহ বিভিন্ন যানবাহনের মাধ্যমে জুম্মার নামাজের পর পরই উপজেলা বিএনপির কার্যালয় চত্বরে জমায়েত হতে দেখা যায়।
বেগম খালেদা জিয়ার এবারের জন্মবার্ষিকীতে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলের শুরুর আগে থেকে শেষ বিশেষ দোয়া পর্যন্ত মণিরামপুর কার্যালয়ের চতুরদিকের প্রবেশ পথের উপর দিয়ে প্রধান সড়ক থেকে থানা গেট,পাইকাড়ি মাছবাজার হতে থানা গেটের কোথাও তিল রাখার ঠাই ছিলোনা। দীর্ঘদিন পর মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন অংগসংগঠনের নেতা কর্মীদের মাঝে বেগম জিয়ার জন্মবার্ষিকীতে আবেগঘন উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।
শুক্রবার ১৫ আগষ্ট বিকালে উপেজেলা বিএনপির কার্যালয়ের চত্বরে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড শহীদ মোঃ ইকবাল হোসেন।
পৌর বিএনপির সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহব্বায়ক মোঃ মুক্তার হোসেনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ মফিজুর রহমান মফিজ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি সন্তোষ স্বর,পৌর যুবদলের আহব্বায়ক মোঃ আব্বাস আলী,উপজেলা ছাত্রদলের আহব্বায়ক মোঃ অলিয়ার রহমান সহ বিভিন্ন এলাকা থেকে আসা উপজেলা ও পৌর বিএনপির ছাত্রদল,যুবদল,কৃষকদল,সেচ্চাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সর্বশেষ,বেগম খালেদা জিয়ার সার্বিক সুস্থতা কামনায় বিশেষ দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।