
মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:
যশোরের কুয়াদায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) রাত ৮টায় কুয়াদা বাজারে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা থানা বিএনপির সদস্য রুস্তম আলী এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহসিন হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ৮৯ যশোর-৫ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ইফতেখার সেলিম অগ্নি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাবলু এবং হরিদাসকাটি ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক হারুনার রশিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি রেজাউল করিম, মণিরামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ শোভন, রামনগর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মোসলেম উদ্দিন, সিরাজ মোল্লা, ওয়ার্ড বিএনপি সভাপতি ডাঃ আলাউদ্দিন, ভোজগাতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রমেশ রাজভরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল পরিচালনা করেন কুয়াদা স্কুল অ্যান্ড কলেজ মসজিদের ইমাম আজিজুর রহমান।