
মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মোঃ নাজমুল হককে ঝুরঝুড়ি লক্ষীপুর বালিকা দাখিল মাদরাসার সভাপতি পদে অনুমোদন দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকা।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে রেজিষ্ট্রার (প্রশাসন) মোঃ প্রফেসর সালেহ আহমদ স্বাক্ষরিত ঝুরঝুড়ি লক্ষীপুর বালিকা দাখিল মাদরাসার কমিটির প্রজ্ঞাপন জারি করেছেন।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা ঢাকা ( গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা ২০০৯ এর প্রবিধান অনুসারে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ঝুরঝুড়ি লক্ষীপুর বালিকা দাখিল মাদরাসা পরিচালনার জন্য নিন্মবর্নিত সদস্যদের
সমন্বয়ে প্রত্র ইস্যুর তারিখ থেকে পরবর্তি ছয় মাসের জন্য সভাপতি মনোনয়নসহ এডহক কমিটি অনুমোদন দিয়েছেন।
কমিটির সদস্যরা হলেন সভাপতি নাজমুল হক, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ, সাধারণ শিক্ষক সদস্য মোঃ আবু সাইম ও সদস্য সচিব মনোনিত হয়েছেন ঝুড়ঝুড়ি লক্ষীপুর বালিকা দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মজিবর রহমান।
মাদরাসার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা নতুন কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান