Tuesday, November 4, 2025

তাড়াশে মনোহরপুর থেকে পৌওতা পর্যন্ত রাস্তার বে’হাল দ’শা সামান্য বৃষ্টি হলেই দু’র্ভোগ শত শত মানুষ

Date:

Share post:

মোঃ লুৎফর রহমান লিটন, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার  বারুহাস ইউনিয়নের মনোহরপুর থেকে পৌওতা পর্যন্ত  প্রায় এক কিলোমিটার কাঁচামাটির রাস্তা। সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বৃষ্টি হলেই হাঁটু সমান কাদা-পানি সৃষ্টি হয়। বৃষ্টির পানি ও মাটি মিশে কাদায় একাকার হয়ে যায় পুরো রাস্তা।
এতে বিপাকে পড়েন ওই এলাকার শত শত মানুষ। দীর্ঘদিন ধরে কাঁচারাস্তাটিতে ইটের ছোঁয়া না লাগায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী।
সরেজমিন দেখা গেছে, উপজেলার বারুহাস  ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে পৌওতা গ্রামের বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। বিকল্প কোনো পথের ব্যবস্থা না থাকায় হাঁটু সমান কাদা মাড়িয়েই চলাচল করতে হয় স্কুল-কলেজের ছাত্রছাত্রী, বৃদ্ধসহ সবার।
সারা বছরের প্রায় ৫-৬ মাস ভোগান্তির শিকার হতে হয় গ্রামবাসীর। বিশেষ করে বর্ষা মৌসুমে এ রাস্তা দিয়ে চলতে গিয়ে সীমাহীন কষ্ট পোহাতে হয় তাদের। এই এলাকার মানুষের আতঙ্ক ও ভয়ের আরেক নাম বৃষ্টি। বৃষ্টি হলেই রাস্তায় জমে হাঁটু সমান কাদা।
কাদার জন্য গ্রামের এ রাস্তায় কোনো ভ্যান-রিকশা ঢোকে না। মোটরসাইকেল, সাইকেলে তো দূরে থাক, খালি পায়ে হেঁটে চলাচল করাও দায়। বৃষ্টির দিনে গ্রামের কেউ অসুস্থ হলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো যানবাহন ও অ্যাম্বুলেন্সও এখানে ঢুকতে পারে না। অনেক সময় কেউ মারাত্মক অসুস্থ হয়ে পড়লে কাঁধে করে কর্দমাক্ত রাস্তা পার করা হয়।
স্থানীয় বাসিন্দা মোঃ সুজন মাহমুদ মমিন , মোতালেব আকলিমা একাধিক নারী-পুরুষ আক্ষেপ করে বলেন, আমাদের দুঃখ-কষ্ট, দুর্ভোগের কথা কেউ শুনে না। আমাদের ভোগান্তির কথা বলে বোঝানো যাবে না, নিজ চোখে দেখতে হবে। আমরা ঠিকমতো হাটবাজারে যেতে পারি না। পর্যাপ্ত উৎপাদিত কৃষিপণ্য সময়মতো বিক্রি করতে পারি না। আমাদের ছেলেমেয়েরা কষ্ট করে স্কুল-কলেজে যায়। শুধুমাত্র রাস্তার এমন বেহাল অবস্থার জন্য গ্রামের ছেলে-মেয়েদের বিয়ে ভেঙে যায় বারবার। জনপ্রতিনিধিদের কাছে ধর্না দিয়েও কোনো ফল হয়নি।
বারুহাস ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মইনুল হক বলেন, এই রাস্তাটির জন্য এলাকাবাসী খুবই দুর্বিষহ জীবনযাপন করেন। এই রাস্তা  করার জন্য আমি দীর্ঘদিন ধরে চেষ্টা করে যাচ্ছি; আমার চেষ্টা অব্যাহত রয়েছে। আশা করি ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি সুনজরে নিয়ে অতিসত্বর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. ফজলুল হক  বলেন, এই রাস্তার আগামী বরাদ্দ এলে আমরা অবশ্যই রাস্তাটি পাকা করার চেষ্টা করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরের সম্মিলনী বিদ্যালয়ে শিক্ষার্থীদের সাথে মাগুরা জেলা প্রশাসকের সচেতন মূলক আলোচনা 

মোঃ এমদাদ, মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার হাট দারিয়াপুর সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে-মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের...

যশোরের অভি”যানে বিপুল পরিমাণ ইয়া’বা ট্যাবলেটসহ মা”দক ব্যবসায়ী গ্রেফ”তার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরে জেলা গোয়েন্দা পুলিশ কোতোয়ালি মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের ২নং বাউলিয়া চাদপাড়া ওয়ার্ডের জয় স্টোরের সামনে...

বগুড়া শহর বিএনপির ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

রিপন বগুড়া জেলা প্রতিনিধি: সোমবার বিকেলে কালিবালা গ্রামে খানকা শরীফ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, ১৯নং ওয়ার্ড বিএনপির উদ্দোগে বিশাল...

অবশেষে শার্শার-১ আসনে বিএনপির প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি

মোঃ শাহারুল ইসলাম রাজ, স্টাফ রিপোর্টার: ৮৫ যশোর-১ শার্শা আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও...